- Home
- Business News
- Other Business
- DA-র আগেই পকেটে পড়তে পারে প্রচুর প্রচুর টাকা, ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে মেমো
DA-র আগেই পকেটে পড়তে পারে প্রচুর প্রচুর টাকা, ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য জারি হয়েছে মেমো
- FB
- TW
- Linkdin
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ
কেন্দ্র সরকার সূত্রের খুব দ্রুত সরকারি কর্মীদের ডিএ দেওয়া হবে। অক্টোবর মাসেই দেওয়া হতে পারে ডিএ।
উৎসবের মরশুমে ডিএ ঘোষণা
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উৎসবের মরশুমেই ডিএ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
তিন শতাংশ হারে ডিএ
সূত্রের খবর তিন শতাংশ হাতে ডিএ বাড়ান হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
তার আগেই পকেটে বাড়তি টাকা
সূত্রের খবর , ডিএ দেওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা একটি বড় অঙ্কের টাকা হাতে পেতে পারে।
কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স
সূত্রের খবর খুব দ্রুত কেন্দ্রীয় সরকার কনস্ট্যান্ট অ্য়াটেন্ড্যান্ট অ্য়ালাওয়েন্স, ঘোষণা হ করতে পারে। ২৫ শতাংশ হারে তা দেওয়া হতে পারে।
জারি মেমো
এই বিষয়ে একটি মেমো জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে ২৫ শতাংশ হারে বাড়ান হতে পারে কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স
কারা কারা পাবে
পেনশনভোগীরা এই টাকা পাবেন। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফে একটি অফিস মেমো জারি করা হয়েছে।
টাকা বাড়বে
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর কনস্ট্যান্ট অ্যাটেন্ড্যান্ট অ্যালাওয়েন্স ৬৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৪৩৮ টাকা।
টাকা পাওয়ার শর্ত
এই টাকা পেতে গেল যেকোনও সরকারি কর্মীকে নূন্যতম ১০ বছর সরকারি কর্মী হিসেবে কাজ করতে হবে।
টাকার অঙ্ক
সরকারি প্রাক্তন কর্মীরা প্রাপ্ত বেসিক বেতনের ৫০ শতাংশ হারে তাদের পেশনন গণনা করা হয়ে থাকে। নূন্যতম ৯ হাজার টাকা।
মন্ত্রীকে চিঠি
পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতরের তরফে সকল মন্ত্রকে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে।