- Home
- Business News
- Other Business
- শুক্রবার গৌতম আদানির ছেলের বিয়ে, হবু স্ত্রী হিরে ব্যবসায়ীর মেয়ে এই সুন্দরীকে চেনেন?
শুক্রবার গৌতম আদানির ছেলের বিয়ে, হবু স্ত্রী হিরে ব্যবসায়ীর মেয়ে এই সুন্দরীকে চেনেন?
গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি শুক্রবার গুজরাটের আহমেদাবাদে ডিভা জয়মিন শাহকে বিয়ে করবেন। ২০২৩ সালের মার্চ মাসে বাগদান সম্পন্ন করে এই জুটি। এবার তাঁদের বিয়ে হতে চলেছে।
14

শুক্রবার ডিভা জয়মিন শাহের সঙ্গে গৌতম আদানির ছেলে জিতের বিয়ে হতে চলেছে
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ছোট ছেলে জিত আদানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিখ্যাত হিরে ব্যবসায়ী জয়মিন শাহের মেয়ে ডিভা জয়মিন শাহ। শুক্রবার গুজরাতের আমেদাবাদে তাঁদের বিয়ে হতে চলেছে।
24
হিরে ব্যবসায়ী পরিবারের মেয়ে ডিভা জয়মিন শাহ একজন অত্যন্ত সুন্দরী যুবতী
ডিভা জয়মিন শাহের পরিবার ভারতের হিরে শিল্পে অত্যন্ত প্রভাবশালী। তাঁর বাবা জয়মিন শাহ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত একটি বিশিষ্ট হিরে সংস্থা সি দীনেশ অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্ণধার।
34
৬ বছর আগে আদানি গ্রুপে যোগ দেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন জিৎ
২০১৯ সালে আদানি গ্রুপে যোগদানকারী জিৎ আদানি এয়ারপোর্টস এবং আদানি ডিজিটাল ল্যাবস সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
44
বিয়েতে জাঁকজমকের বদলে সমাজের কল্যাণের জন্য বিশেষ কাজ করছেন জিৎ-ডিভা
এই দম্পতি তাঁদের বিয়েকে 'মঙ্গল সেবা' উদ্যোগের মাধ্যমে সমাজের কল্যাণে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
Latest Videos