- Home
- Business News
- Other Business
- Share Market: ইনভেস্ট করলেই মিলবে ৭৩% রিটার্ন? এই পাঁচটি স্মলক্যাপ স্টক সম্বন্ধে জানুন
Share Market: ইনভেস্ট করলেই মিলবে ৭৩% রিটার্ন? এই পাঁচটি স্মলক্যাপ স্টক সম্বন্ধে জানুন
- FB
- TW
- Linkdin
এমন বহু মানুষ আছেন, যারা শেয়ার বাজারে নিয়মিত বিনিয়োগ করে থাকেন
তাদের জন্য এই ধরনের টিপস খুবই গুরুত্বপূর্ণ।
এমনিতেই মহারাষ্ট্রে ভোটের ফল বেরোনোর পর থেকেই ছুটছে শেয়ার বাজার
ডিসেম্বর মাস পড়তেই, সেই গতি এন আরও বেড়েছে।
আর এমন পাঁচটি স্মলক্যাপ ষ্টকন (Small Cap Stock) রয়েছে
যেগুলি কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে ষ্টকগুলি থেকে মিলতে পারে প্রায় ৭৩% রিটার্ন। কোন কোন স্টক সেগুলি?
টিসিআই এক্সপ্রেস
বিশেষজ্ঞদের মতে, এই সংস্থার শেয়ার বাই রেটিং পেয়েছে। তাছাড়া এই কোম্পানিটির শেয়ারের দাম ৭৩.১% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ, বৃহস্পতিবার বাজার বন্ধের সময় TCI Express Limited-এর শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় ০.১১% বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৩৪.১৫ টাকা। অন্যদিকে, বর্তমানে সংস্থাটির মার্কেট ক্যাপ রয়েছে ৩২০১ কোটি টাকা।
ডালমিয়া ভারত সুগার
এই কোম্পানিটির স্টকে আপাতত হোল্ড রেটিং দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও শেয়ারের দাম প্রাউ ৫৫.৩% বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে। বৃহস্পতিবার, বাজার বন্ধের সময় কোম্পানিটির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিরিখে প্রায় 0.40% বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৩৪.৬০ টাকা। এদিকে আবার কোম্পানিটির মার্কেট ক্যাপ বর্তমানে ৩৫১৮ কোটি টাকা। সেক্ষেত্রে তিন বছরের নিরিখে স্টকটি থেকে পাওয়া যাচ্ছে ১৭.৩৮% রিটার্ন।
বাজাজ কনজিউমার কেয়ার
এই সংস্থাটির শেয়ারের দর ৫৩.৭% ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা প্রবল। বৃহস্পতিবার, Bajaj Consumer Care-এর শেয়ারের দর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের হিসেবে প্রায় ৩.০২% কমে হয়েছে ২০২.০১ টাকা। তাছাড়া কোম্পানিটির বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে ২৭৬৯ কোটি টাকা। তিন বছরের হিসেব ধরলে, শেয়ার থেকে মিলতে পারে প্রায় ১১.৫৫% রিটার্ন।
এনআরবি বিয়ারিংস
এই কোম্পানিটির শেয়ারে স্ট্রং বাই রেটিং দিয়েছেন বিশেষজ্ঞরা। শেয়ারের দর ৩০.০৫ শতাংশ ঊর্ধ্বগামী হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, বাজার বন্ধের সময় এই সংস্থাটির শেয়ারের মূল্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় ১.২৮% কমে গিয়ে দাঁড়িয়েছে ৩০১.৬৫ টাকা। এছাড়া কোম্পানিটির মার্কেট ভ্যালু ২৯২৪ কোটি টাকা। আর এক বছরের হিসেব অনুযায়ী, স্টক থেকে পাওয়া যাচ্ছে প্রায় ৭.৮৫% রিটার্ন।
লা ওপালা আরজি লিমিটেড
এই কোম্পানিটির স্টকেও বিশেষজ্ঞরা স্ট্রং বাই রেটিং দিচ্ছেন। শেয়ারের দর ২৫.৭% পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, বাজার বন্ধের সময় La Opala RG Limited-এর শেয়ারের দর ন্যাশনাল ষ্টক এক্সচেঞ্জে প্রায় ১.৮৩% কমে গিয়ে হয়েছে ৩৪১.৭০ টাকা। ফলে, এই কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে ৩৭৯৩ কোটি টাকা। পাঁচ বছরের হিসেব ধরলে স্টক থেকে রিটার্নের পরিমাণ ছিল প্রায় ১৫৪.৮১%।
তাহলে আর দেরি কীসের?
ঝটপট ইনভেস্ট করে ফেলুন।
তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়
তাই অবশ্যই টাকা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।