- Home
- Business News
- Other Business
- ১ জানুয়ারি থেকে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে টান! বহু জিনিসপত্রের দামের পরিবর্তন হতে চলেছে
১ জানুয়ারি থেকে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে টান! বহু জিনিসপত্রের দামের পরিবর্তন হতে চলেছে
- FB
- TW
- Linkdin
ATM থেকে টাকা তুললে লাগতে পারে চার্জ
১ জানুয়ারি থেকে ATM থেকে টাকা তোলার বিষয়ে দিতে হতে পারে চার্জ। ব্যাঙ্ক এবং এটিম আপারেটর এই বিষয়ে চার্জ বৃদ্ধির প্রস্তাব করেছে। যার জেরে প্রতি লেনদেনেই বাড়তে পারে চার্জ। তাই গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এই চার্জের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
২) কমতে পারে মোবাইল রিচার্জের দাম-
TRAI- এর নির্দেশ অনুসারে, কমতে চলেছে মোবাইল ফোনের রিচার্জের দাম। এছাড়া মোবাইল ফোনে রিচার্জের করও কমানো হবে, যার জেরে বহু গ্রাহক উপকৃত হবেন।
৩) পার্লেজি বিস্কুটের দাম বাড়তে চলেছে-
১ জানুয়ারি থেকে জনপ্রিয় পার্লেজি বিস্কুষ্টের দাম বাড়তে চলেছে। প্রোডাকসন কস্ট সামাল দিতেই বিস্কুটের ওজন কমিয়ে বাড়তে চলেছে এই বিস্কুটের দাম। এর ফলে সাধারণ গ্রাহকদের উপর পড়তে চলেছে প্রভাব।
৪) বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম-
বছরের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম। অপরিশোধিত তেলের দামের ওঠা-নামার কারণের ১ জানুয়ারি থেকে পেট্রল-ডিজেলের দামে কিছুটা পরিবর্তন দেখতে পাবে জনসাধারণ।
৫) ৭ থেকে ৮ শতাংশ বাড়ছে সাবানের দাম-
জানা গিয়েছে কাঁচমালের খরচ বৃদ্ধির জেরে বাড়তে চলেছে স্নানের সময় ব্যবহৃত সাবানের দাম। ৭ থেকে ৮ শতাংশ দাম বাড়তে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে।
৬) ভিক্ষা দিলে আইনি ব্যবস্থা-
১ জানুয়ারি থেকে ভিক্ষা দিলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইন্দোর লাগু হয়েছে এই নয়া নিয়ম। এর জন্য আগে থেকেই জমসাধারণকে সতর্কতা জারি করা হয়েছে। ভিক্ষা দিলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
৭) মদের দাম বৃদ্ধি-
নববর্ষের শুরুতেই বাড়তে চলেছে মদের দাম। নয়া রাজ্য জুড়ে এর উপর কর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিএ এই নিয়ম রাজ্যভিত্তিক পরিবর্তন হতে পারে।
৮) LPG এবং CNG-এর দাম কমতে পারে-
১ জানুয়ারি থেকে LPG এবং CNG-এর দাম কমলে মধ্যবিত্তের জাবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে। আশা করা হচ্ছে কমতে পারে গ্যাস সিলেণ্ডারের দামও। এটি মধ্যবিত্তের জন্য খুশির খবর হতে পারে।
৯)FMCG পণ্যের দাম বৃদ্ধি
বিস্কুট থেকে শুরু করে তেল সাবান এই সমস্ত নিত্য নৈমিত্তিক জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা। ১ জানুয়ারি থেকে লাগু হতে পারে এই জিনিসগুলির দাম বৃদ্ধি। ফলে মধ্যবিত্তের পকেটে পড়তে পারে টান।