সোনা কিনতে যাচ্ছেন? জেনে রাখুন জুয়েলারদের পাঁচ গোপন টিপস
সোনা কেনার টিপস: সোনা সবাই কিনতে চায়। কিন্তু জুয়েলারি দোকানে গেলে অনেক সময় জুয়েলাররা কিছু গোপন কৌশল অবলম্বন করে যা আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই সোনা কেনার আগে এই ৫ টি গোপন কৌশল অবশ্যই জেনে নিন।

হলমার্কই সবকিছু নয়
জুয়েলাররা বারবার 'হলমার্ক সোনা' বলবেন, কিন্তু হলমার্কই সবকিছুর গ্যারান্টি নয়। অনেক সময় নকল হলমার্কও হতে পারে। কেনার সময় BIS লোগো এবং ৬ সংখ্যার হলমার্ক নম্বর দেখে নিন।
মেকিং চার্জে আসল কামাই
জুয়েলাররা মেকিং চার্জে অনেক সময় বেশি টাকা নিয়ে থাকে। কোথাও ৮% আবার কোথাও ২৫% পর্যন্ত মেকিং চার্জ নেওয়া হয়। তাই সোনা কেনার আগে মেকিং চার্জ সম্পর্কে জেনে নিন এবং দর-দাম করে কিনুন।
সোনার ওজন বাড়ানোর কৌশল
কিছু জুয়েলার ডিজাইনের মাধ্যমে সোনার ওজন বাড়িয়ে দেয়, যেমন মোটা বেস, বেশি পাথর ইত্যাদি। এতে গয়না ভারী দেখায় এবং আপনাকে বেশি টাকা দিতে হয়।
পুরনো গয়না বদলের সময় ঝামেলা
পুরানো সোনা বদলাতে গেলে জুয়েলাররা অনেক কম দাম দেয়। মেকিং চার্জ, ক্ষতি, পলিশিং ইত্যাদির নামে টাকা কেটে নেয়। তাই সোনা কেনার সময় বদলের নিয়মাবলী জেনে নিন।
অফারের ফাঁদ থেকে সতর্ক থাকুন
অনেক সময় বিভিন্ন উৎসবে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' বা 'নো মেকিং চার্জ' এর মতো অফার দেওয়া হয়। কিন্তু এসব অফারের আড়ালে অনেক সময় সোনার দাম বেশি বা মান কম থাকে। তাই লোভে পড়ে অফার গ্রহণ করবেন না।

