- Home
- Business News
- Other Business
- সোনার দামবৃদ্ধির কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রায় ৯০ হাজার টাকা হলুদ ধাতুর দাম
সোনার দামবৃদ্ধির কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? প্রায় ৯০ হাজার টাকা হলুদ ধাতুর দাম
বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮৭,২০০ টাকা। গয়না সোনা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ছিল ৮২,৮৫০ টাকা। জিএসটি যোগ করে দুই দাম যথাক্রমে ৮৯,৮১৬ টাকা এবং ৮৫,৩৩৫.৫ টাকা

মধ্যবিত্তর নাগালের বাইরে সোনা
বুধবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৮৭,২০০ টাকা। গয়না সোনা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ছিল ৮২,৮৫০ টাকা। জিএসটি যোগ করে দুই দাম যথাক্রমে ৮৯,৮১৬ টাকা এবং ৮৫,৩৩৫.৫ টাকা
সমস্যায় স্বর্ণকাররা
বিয়ের মরশুমে সোনর দামের এমন উর্ধ্বগতি সমস্যা বাড়িয়েছে মধ্যবিত্তর। কারণ সোনা কিনতে গিয়ে রীতিমত নাজেহার হতে হচ্ছে।
সোনার দাম বৃদ্ধির কারণ
বিশেষজ্ঞদের মতে মূলত বাণিজ্য যুদ্ধের কারণেই বিশ্ববাজারে নাগালের বাইরে যাচ্ছে সোনার দাম। তাই দেশেও দাম বাড়ছে সোনার।
বরাত কমার আশঙ্কা
সোনার বাজারে মন্দা দেখা দিতে পারে। তাই বরাত কমার আশঙ্কায় ভুগছেন কারিগরেরাও।
বরাত কমার আশঙ্কা
সোনার বাজারে মন্দা দেখা দিতে পারে। তাই বরাত কমার আশঙ্কায় ভুগছেন কারিগরেরাও।
বাণিজ্য যুদ্ধের আবহ
আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসার পরই ট্রাম্প একাধিক দেশের পণ্যের ওপর শুল্ক বাণিজ্য চাপাচ্ছে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে একাধিক দেশ। বিশ্ব জুড়ে তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ।
অস্থির শেয়ার বাজার
এই অবস্থায় অস্থির শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম পড়ছে। লগ্নিকারীদের সমস্যা বাড়ছে।
নিশ্চিত সোনায়
এই অবস্থায় লগ্নিকারীরা সোনার ওপরই ভরসা রাখছে। কারণ নিরাপদ লগ্নি হিসেবে বরাবরই সোনার খ্যাতি রয়েছে। তাই চড়ছে সোনার দাম।
বিশেষজ্ঞদের কথা
সোনায় লগ্নি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তার দাম প্রায় রোজই বাড়ছে। ফলে সব দেশে হলুদ ধাতুটির দর চড়ছে। তবে ভারতে দাম বৃদ্ধির গতি তুলনামূলক ভাবে বেশি।
সমস্যা মধ্যবিত্তের
সোনার দামের ঊর্ধ্বগতিতে লগ্নিকারীদের খুশি হলেও, চিন্তায় সাধারণ মানুষ তথা বিক্রেতারা। বিয়ের মরসুম চলায় অনেকে এখন বাধ্য হয়ে গয়না কিনছেন ঠিকই। কিন্তু পরিমাণ অনেকটাই কমিয়ে দিতে হচ্ছে। তাই সোনা ব্যবসার সঙ্গে যুক্তদের অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।