সংক্ষিপ্ত
অন্যদিকে, এই স্কিমটিতে থাকছে চাকরির সুযোগ। এই কর্মসূচির আওতায় থাকা নারীরা বীমা এজেন্ট হওয়ার সুযোগ পাবেন।
বিরাট সুখবর নারীদের জন্য। মাত্র তিন মাসে মহিলাদের হাতে আসবে ২১ হাজার টাকা।
রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC-র অধীনে এই স্কিমটি দেশের মহিলাদের আর্থসামাজিক দিক দিয়ে উন্নতি ঘটাবে বলেই অনেকে মনে করছেন। কিন্তু কী এই এলআইসি বীমা সখী যোজনা?
অন্যদিকে, এই স্কিমটিতে থাকছে চাকরির সুযোগ। এই কর্মসূচির আওতায় থাকা নারীরা বীমা এজেন্ট হওয়ার সুযোগ পাবেন। তারা প্রত্যেক মাসে ৭০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বীমা সখী যোজনার প্রধান উদ্দেশ্য হল যে, গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা।
LIC বিমা সখী যোজনা: আয় প্রায় ৭০০০ টাকা থেকে ২১,০০০ টাকা। সেক্ষেত্রে প্রথম বছরে মহিলারা প্রতি মাসে ৭০০০ টাকা করে পাবেন। এরপর দ্বিতীয় বছরে, প্রতি মাসে ৬০০০ টাকা করে পাবেন। তৃতীয় বছরের মধ্যে, মহিলারা প্রতি মাসে ৫০০০ টাকা করে পাবেন।
সেইসঙ্গে, প্রত্যেকে ২১০০ টাকার অতিরিক্ত একটি ইনসেনটিভও পাবেন। বীমার লক্ষ্যমাত্রা অর্জনের করতে পারলে কমিশন ভিত্তিক পুরস্কারও দেওয়া হবে। অন্যদিকে, এই কর্মসূচির প্রথম ধাপে প্রায় ৩৫,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। তারপর ভবিষ্যতে, আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে, এই প্রকল্পটি হরিয়ানায় চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সমগ্র দেশে তা প্রয়োগ করা হবে। কিন্তু এই স্কিমের আওতায় আসতে গেলে যোগ্যতা এবং ন্যূনতম যোগ্যতা ঠিক কী? বীমা সখী যোজনায় রেজিস্ট্রেশন করতে গেলে মহিলাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে৷ ন্যূনতম যোগ্যতা হিসেবে দশম শ্রেণি পর্যন্ত পাস বাধ্যতামূলক করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।