- Home
- Business News
- Other Business
- অনলাইনে পেমেন্ট করলেই ১৫ টাকা চার্জ নেবে G Pay! বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি পরিষেবা
অনলাইনে পেমেন্ট করলেই ১৫ টাকা চার্জ নেবে G Pay! বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি পরিষেবা
এবার স্ক্যানারে স্ক্যান করুন বা ইলেকট্রিক বিল জমা দিন, সবেতেই টাকা চার্জ করতে চলেছে জনপ্রিয় ইউপিআই অ্যাপ গুগল পে।

এবার টাকা লেনদেনে মোটা টাকা কর নেবে জনপ্রিয় ইউপিআই অ্যাপ G Pay। এতদিন পর্যন্ত অনলাইন লেনদেনে কোনও টাকা দিতে হত না। এবার সেই দেন শেষ। সমস্ত লেনদেনেই মোটা টাকা চার্জ করতে চলেছে Google Pay।
সারাদিনে টাকা লেনদেনে অত্যন্ত জনপ্রিয় এই ইউপিআই অ্যাপ। কিন্তু এবার টাকা লেনদেন করতে চার্জ নেবে G-pay।
ইউপিআই আমাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। বেশিরভাগ মানুষই এখন ইউপিআইয়ের মাধ্যমে দিনে গড়ে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ লেনদেন করেন।
এই কারণেই ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ ইউপিআই লেনদেন হচ্ছে, যার মাধ্যমে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়।
যদিও সারা দেশে অনেক সংস্থা ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট সুবিধা সরবরাহ করে, তবে পেটিএম, গুগল পে এবং ফোনপে সর্বাধিক ব্যবহৃত ইউপিআই পেমেন্ট অ্যাপ।
এই সমস্ত সংস্থাগুলি সাধারণত ইউপিআই লেনদেনের জন্য কোনও ফি নেয় না এবং আপনার লেনদেন বিনামূল্যে। কিন্তু এই বিনামূল্যে পরিষেবা শীঘ্রই শেষ হয়ে যেতে পারে এবার UPI অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবার জন্য ফি দিতে হতে পারে।
গুগল পে গ্রাহককে ১৫ টাকা চার্জ করে। ইতিমধ্যে ইউপিআইয়ের মাধ্যমে মোবাইল রিচার্জের জন্য বিভিন্ন নামে ফি নেওয়া হয়। তবে, এই সংগ্রহ প্রক্রিয়াটি মোবাইল রিচার্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং সমস্ত লেনদেনেই টাকা চার্জ করতে চলেছে জি পে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য গ্রাহকের কাছ থেকে সুবিধা ফি হিসেবে ১৫ টাকা করে নেবে Google pay।
জি পে-র মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল দিতে গেলেও প্রসেসিং ফি দিতে হবে এবার সঙ্গে যুক্ত হবে জিএসটিও।
ইউপিআই কেবল দোকানে কেনাকাটার জন্যই নয়, অন্যান্য অনেক পরিষেবার জন্যও ব্যবহৃত হয়।
পেট্রোল-ডিজেল, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, বিভিন্ন বিল পেমেন্ট, রেল-বিমানের টিকিট, সিনেমার টিকিট, ফাস্ট্যাগ, গ্যাস বুকিং, মানি ট্রান্সফার, মেট্রো কার্ড রিচার্জ, ইনসিওরেন্স প্রিমিয়াম ইত্যাদির জন্য ইউপিআই ব্যবহার করা হচ্ছে। এই সব লেনদেনেই এবার মোটা টাকা চার্জ নেবে জনপ্রিয় এই ইউপিআই সংস্থা।