- Home
- Business News
- Other Business
- এখন ৪০ লাখ টাকা পর্যন্ত এক্সপ্রেস লোন দিচ্ছে HDFC ব্যাঙ্ক? দেখে নিন বিরাট আপডেট
এখন ৪০ লাখ টাকা পর্যন্ত এক্সপ্রেস লোন দিচ্ছে HDFC ব্যাঙ্ক? দেখে নিন বিরাট আপডেট
HDFC ব্যাংক এক্সপ্রেস পার্সোনাল লোন: HDFC ব্যাংক এক্সপ্রেস পার্সোনাল লোনের অনুমোদন আপনার ক্রেডিট স্কোর এবং আয়ের উপর নির্ভর করে।
15

ব্যাংকের এই বিভাগের অধীনে, আপনি ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন
হঠাৎ টাকার দরকার? বিবাহ, বাড়ি মেরামত, চিকিৎসা, যেকোনো কারণেই HDFC থেকে নিন ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন।
25
HDFC এক্সপ্রেস পার্সোনাল লোন কি?
ক্রেডিট স্কোর ও আয়ের উপর নির্ভর করে ঋণের অনুমোদন।
35
সুদের হার কত? ১০.৮৫% থেকে ২৪.০০% পর্যন্ত
প্রসেসিং ফি ৬,৫০০ টাকা + GST।
45
কি কি কাগজপত্র লাগবে?
পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, বেতন স্লিপ।
55
Image Credit : iSTOCK
তবে লোন নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন
কারণ, যেকোনও ক্ষেত্রেই বিশেষজ্ঞদের পরামর্শ জরুরি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos