ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি? এক নজরে দেখুন শর্ত ও তার হিসেব
Gratuity: চাকরি জীবন যদি ৯ বছর ১১ মাস হয় তাহলে গ্র্যাচুইটির সময়ে ১০ বছর ধরা হবে। ৫০,০০০, ৫৫.০০০ ও ৬০,০০০ টাকা বেতন হলে কত টাকা গ্র্যাচুইটি হবে তারই একটি হিসেবে দেওয়া হল এখানে

গ্র্যাচুইটির টাকা
দীর্ঘ চাকরি জীবনের ইতি টেনে আপনি কি অবসর গ্রহণে বা পদত্যাগ করার কথা চিন্তাভাবনা করছেন? তাহলে কিন্তু গ্র্যাচুইটির সুযোগ পাবেন আপনি । ১৯৭২ সালে পাস হয়েছিল গ্র্যাচুইটি আইন। কোনও একটি সংস্থায় টানা পাঁচ বছর কাজ করলে এই সুবিধের কারণে একসঙ্গে অনেক টাকা হাতে পেতে পারেন আপনি। চাকরি জীবনের শেষ টানা মূল বেতন ও চাকরির বছরগুলি ব্যবহার করেই এটি গণনা করা হয়। গ্র্যাচুইটির একটি হিসেবে এখানে দেওয়া হল।
গ্র্যাচুইটির টাকা
চাকরি জীবন যদি ৯ বছর ১১ মাস হয় তাহলে গ্র্যাচুইটির সময়ে ১০ বছর ধরা হবে। ৫০,০০০, ৫৫.০০০ ও ৬০,০০০ টাকা বেতন হলে কত টাকা গ্র্যাচুইটি হবে তারই একটি হিসেবে দেওয়া হল এখানে। গ্র্যাচুইটি হল দীর্ঘমেয়াদী চাকরি জীবনের প্রশংসার প্রতীক। এটি সাধারণত নিয়োগ কর্তা দিয়ে থাকে। এটির প্রাথমিক শর্তই হল কোনও একটি সংস্থার অধীনে টানা ৫ বছর চাকরি করতেই হবে।
গ্র্যাচুইটির হিসেব
গ্র্যাচুইটি গণনার জন্য ৯ বছর ১১ মাসকে ১০ বছর হিসেবে ধরা হয়। গ্র্যাচুইটির গণনা সূত্র হল
গ্র্যাচুইটি= (শেষ মূল বেতন * চাকরির বছর * ১৫)/ ২৬
১৫= প্রতি পূর্ণ বছরের জন্য ১৫ দিনের বেতন
২৬= মাসে গড় কর্মদিবসের সংখ্যা যদি শেষবারের মত মূল বেতন ৫০০০০ টাকা হয় ও চাকরির মেয়াদ ৯ বছর ১১ মাস হয়। তাহলে সেটি ২৬ হিসেবে ধরা হয়।
গ্র্যাচুইটি= (৫০০০০ * ১০ *১৫)/২৬= ২৮৮৪৬১
গ্র্যাচুইটির নিয়ম
৫৫ হাজার টাকা বেতন হবে গ্র্যাচুইটি হবে ৩১৭৩০৭ টাকা। যদি ৬০ হাজার টাকা বেতন হয় তাহলে টাকার পরিমাণ হবে ৩৪৬১৫৩ টাকা। যদি কোনও প্রতিষ্ঠান গ্র্যাচুইটি প্রদান আইনের অধীনে থাকে তাহলে সংশ্লিষ্ট সংস্থা এই টাকা কর্মীকে দিতে বাধ্য। এটি মকুব করা যাবে না।
গ্র্যাচুইটির শর্ত
গ্র্যাচুইটির টাকা পুরোটাই নির্ভর করে কর্মীর মূল বেতনের ওপর। কারও মূল বেতন বেশি হলে সেই কর্মীর প্রাপ্য বেশি হবে। মূল বেতন কম হলে প্রাপ্য কম হবে। বেতনের পাশাপাশি কর্মীসের সেই সংস্থায় কাজের দিনের সংখ্যাও গুরুত্বপূর্ণ। ৫ বছর কাজ না করলে গ্র্যাচুইটি পাওয়া যাবে না। নূন্যতম ৫ বছর কাজ করতেই হবে। তারপর থেকে কাজের দিনের সংখ্যা হিসেব করা হয়।

