- Home
- Business News
- Other Business
- প্রভিডেন্ট ফান্ড থেকে কোটিপতি হওয়ার উপায় জানেন? জেনে নিন সহজ কয়েকটি টিপস
প্রভিডেন্ট ফান্ড থেকে কোটিপতি হওয়ার উপায় জানেন? জেনে নিন সহজ কয়েকটি টিপস
প্রতিটি চাকরিজীবীরই একটি পিএফ অ্যাকাউন্ট থাকে।
| Published : Jan 09 2025, 04:17 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
)
এটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল
পিএফ অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকা আয় করা সম্ভব, জেনে নিন কিভাবে।
29
সাধারণত ইপিএফ প্রকল্পে কর্মীর সাথে প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে
কর্মীর বেসিক বেতনের ১২ শতাংশ, সেই পরিমাণ প্রতি মাসে কোম্পানি পিএফ অ্যাকাউন্টে জমা করে।
39
পিএফ অ্যাকাউন্টে জমা করা অর্থের উপর সরকার সুদ প্রদান করে
অবসরের পর অর্থ উত্তোলন করা যায়। বিশেষ পরিস্থিতিতে মাঝখানে কিছু অর্থ উত্তোলন করা যায়।
49
Image Credit : iSTOCK
পিএফ অ্যাকাউন্ট থেকে এক কোটি টাকা কিভাবে আয় করা যায় তা জেনে নিন
এর জন্য আপনার ৫০,০০০ টাকা বেতন পেতে হবে।
59
Image Credit : iSTOCK
আপনাকে ৩০ বছর চাকরিতে থাকতে হবে
মাসিক ৫০ হাজার টাকা বেতনের সাথে প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পেতে হবে।
69
Image Credit : iSTOCK
৮.১ শতাংশ বার্ষিক সুদ পেলে
৩০ বছর পর আপনার অবসরকালীন পিএফের পরিমাণ সহজেই এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
79
Image Credit : iSTOCK
৩০ বছরের চাকরি,
বেতন বৃদ্ধির সাথে সাথে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও পাওয়া যায়।
89
Image Credit : iSTOCK
এর ফলে অবসরের সময় আপনার পিএফ অ্যাকাউন্টে বিশাল অঙ্কের অর্থ জমা হবে
ইপিএফও অ্যাকাউন্টধারী কর্মীরা সঞ্চয়, বীমা, পেনশন, সুদমুক্ত সুদ পান।
99
Image Credit : iSTOCK
টাকা তোলার সুযোগ
এছাড়াও জরুরি প্রয়োজনে পিএফ থেকে অর্থ তুলে নেওয়ারও সুযোগ থাকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।