আসছে হোলি (Holi 2025)। রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। আর এই হোলিকে কেন্দ্র করেই যেন অফারের (Holi 2025 Sale) ছড়াছড়ি। 

Holi 2025 Sale: রঙের এই উৎসবে (Holi 2025) ফের একবার দুর্দান্ত সেল নিয়ে চলে এসেছে অনলাইন শপিং ওয়েবসাইটগুলি। আগামী ১৪ মার্চ, হোলির আগে থেকেই পাওয়া যাবে একাধিক ডিসকাউন্ট অফার ইতিমধ্যেই প্রস্তুতিও (Holi 2025 Date) শুরু হয়ে গেছে। 

হোলিকে কেন্দ্র করে আপনার কেনাকাটা আরও সহজ করে তুলতে Flipkart, Amazon এবং Myntra-তে মিলবে ব্যাপক ছাড়। তাই কাউকে উপহার দিতে চাইলেও খুব সহজেই কিনে ফেলতে পারবেন পছন্দের জিনিস (Holi Gift Idea)।

প্রথমেই আসা যাক ফ্লিপকার্টের কথায়। এই অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে ‘Flipkart Big Bachat Days Sale’ শুরু হয়ে গেছে (Holi 2025 Festival)। একাধিক পণ্যের উপর ভালো অফার এবং দুর্দান্ত ছাড় চলছে। এদিকে আপনি যদি Flipkart-এ সেলের সময় PNB-র কার্ড দিয়ে কেনাকাটা করেন, তাহলে ১০ শতাংশের তাৎক্ষনিক ছাড় পাওয়া যাবে। স্মার্টফোন ছাড়াও ইয়ারবাডসেও ভালো ছাড় পাওয়া যাচ্ছে৷ দাম শুরু হচ্ছে মাত্র ৬৯৯ টাকা থেকে (Holi 2025 Sale)। 

তাছাড়া ফ্লিপকার্টের হোলি স্পেশ্যাল সেলে আইফোনের উপরেও অফার থাকছে। তবে শুধু ফ্লিপকার্ট নয়। অ্যামাজনেও হোলি স্পেশ্যাল সেল চলছে।আর এই বিশেষ সেলের জন্য Amazon India-তে একটি ব্যানারও তালিকাভুক্ত করা হয়েছে। সেই ব্যানারে ক্লিক করলেই একাধিক পণ্য গ্রাহকদের সামনে চলে আসবে। সেগুলির মধ্যে রয়েছে রঙ এবং পূজো সম্পর্কিত প্রয়োজনীয় জিনিসপত্র এবং গিফট হ্যাম্পার (Holi 2025 Gift Idea)। 

সেইসঙ্গে, কিছু প্রোডাক্টকে আবার টাইম-ট্যাগ সহ একটি তালিকাভুক্ত করা হয়েছে। অপরদিকে ব্যাঙ্ক অফার সহ কিছু প্রোডাক্টও দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনেও বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Myntra-তে বার্থডে ব্লাস্ট সেলে মহিলাদের পোশাকের উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সেইসঙ্গে, পুরুষদের জামাকাপড়ে ৫৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও হ্যান্ডব্যাগ, মেকআপ কিট, বেডশিট এবং জুতোও বিক্রি হচ্ছে অনেক কম দামে।

অর্থাৎ, এই হোলিতে অনেক সস্তায় পেয়ে যেতে পারেন একাধিক জিনিস। আর যদি গিফটও করার থাকে, তাহলে সেই সুযোগও থাকছে। অনেকটাই কম দামে পেয়ে যান একাধিক প্রোডাক্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।