- Home
- Business News
- Other Business
- Bank News: বিক্রি হয়ে যাচ্ছে দেশের আরও একটি ব্যাঙ্ক, কোন কোন সমস্যার সম্মুখীন হতে চলেছেন গ্রাহকেরা?
Bank News: বিক্রি হয়ে যাচ্ছে দেশের আরও একটি ব্যাঙ্ক, কোন কোন সমস্যার সম্মুখীন হতে চলেছেন গ্রাহকেরা?
আইডিবিআই ব্যাঙ্কের মালিকানা বদল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার ও জীবন বিমা কর্পোরেশন তাদের ৬০.৭২% অংশীদারিত্ব বিক্রি করবে। এর ফলে গ্রাহকদের অ্যাকাউন্টে কোন প্রভাব না পড়লেও ব্যাঙ্কের নীতিগত পরিবর্তন আসতে পারে।

হাতবদল হচ্ছে মালিকানা। বিক্রি হয়ে যাচ্ছে দেশের আরও একটি ব্যাঙ্ক। প্রকাশ্যে এমনই তথ্য। এবার কী হবে ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহকদের?
বেশ কিছু কারণে এক নামী ব্যাঙ্কের মালিকানা বদল হতে চলেছে। ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি হবে শীঘ্রই।
সরকারি সূত্রে খবর, আইডিবিআই ব্যাঙ্ক বিক্রি হতে চলেছে। এই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি হবে। ইতিমধ্যে ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে শেয়ার কেনা-বেচার চুক্তি নিয়ে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিডিং বা দরপত্র হাঁকার নিলাম প্রক্রিয়া শুরু হতে পারে।
মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুসারে, আইডিবিআই ব্যাঙ্ক কিনতে আগ্রহী দুবাইয়ের এমিরেটস এনবিডি ব্যাঙ্ক। তবে, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।
৪০ থেকে ৫০ হাজার কোটি টাকায় এই অংশীদারিত্ব বিক্রি হতে পারে বলে খবর। তবে, আপাতত সঠিক ভাবে জানা যায়নি নতুন মালিকের প্রসঙ্গে।
এদিকে কেন্দ্রীয় সরকার ও জীবন বিমা কর্পোরেশন আইডিবিআই ব্যাঙ্কের ৯৫ শতাংশ অংশীদাবিত্বের মালিক। যার মধ্যএ ৬০.৭২ শতাংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা হয়েছে।
এখন প্রশ্ন কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর? ব্যাঙ্কের অংশীদারিত্ব বদল হলেও গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
না কখনোই মালিক বদলের কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট বদল হয় না। কিংবা তারে সঞ্চিত টাকার ওপর প্রভাব পড়ে না। তবে ব্যাঙ্কের নীতিতে আসবে পরিবর্তন। যার জেরে গ্রাহকদের লাভ হতে পারে বা ক্ষতিও হতে পারে।
ব্যাঙ্কের সুদের হার বাড়তে পারে, যার জেরে গ্রাহকদের খরচ আরও বাড়বে। এমনই আশঙ্কা করছেন অনেকে।

