- Home
- Business News
- Other Business
- ইনকাম ট্যাক্স জমা দেবেন? আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি
ইনকাম ট্যাক্স জমা দেবেন? আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি
৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে ১৫ জানুয়ারি পর্যন্ত দেরিতে জমা দেওয়া যাবে।
18

দেরিতে জমা দিলে জরিমানা দিতে হবে
সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
28
৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে,
৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেয় আয়কর বিভাগ।
38
একে বলা হয় দেরিতে জমা দেওয়া আয়কর রিটার্ন
দেরিতে জমা দিলে জরিমানা দিতে হবে।
48
আপনার ITR সংশোধন করতে চাইলে, ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ রয়েছে
সাধারণত, দেরিতে এবং সংশোধিত আয়কর জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
58
তবে, এবার এই সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে
দেরিতে জমা দিলে ৫ লাখের বেশি আয়কারীদের ৫০০০ টাকা।
68
Image Credit : Getty
৫ লাখের কম আয়কারীদের ১০০০ টাকা জরিমানা
এছাড়াও করের উপর সুদ নেওয়া হয়।
78
Image Credit : our own
১৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত করদাতারা তাদের আয়কর রিটার্ন সংশোধন করতে পারবেন
ভুল তথ্য দিলে এই সুবিধা দেওয়া হয়েছে।
88
Image Credit : iSTOCK
১৫ জানুয়ারির মধ্যে জমা না দিলে ITR-U জমা দিতে পারবেন
৫০০০ টাকা জরিমানার সাথে করের ২৫% বা ৫০% দিতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos