Indigo Summer Offer: লিমিটেড অফার কিন্তু সুযোগ বিশাল। ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo Airlines) দুর্দান্ত অফার। 

Indigo Summer Offer: ইন্ডিগো এয়ারলাইন্সের উইকডে কিংবা ভোরবেলার ফ্লাইট এখন তুলনামূলক অনেকটাই সস্তা। ব্যাগেজ, খাবার কিংবা সিট চয়েসের ক্ষেত্রে ছাড় পেতে অ্যাড অন বুক করতে পারেন গ্রাহকরা।

যদি গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, তাহলে অবশ্যই একবার ইন্ডিগো এয়ারলাইন্স চেক করে নিন। কারণ, তারা যাত্রীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ একটি সুযোগ। সম্প্রতি ইন্ডিগো ঘোষণা করেছে, তাদের বিশেষ ‘Summer Sale’। যেখানে ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে সস্তায় টিকিটের সঙ্গেই থাকবে নানা আকর্ষণীয় অফার (special offer)। 

আর এই অফার ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত করা বুকিংয়ের জন্যই শুধুমাত্র প্রযোজ্য। তবে বোর্ডিং-এর তারিখ বুকিংয়ের (Booking) অন্তত ৭ দিন পরে হতে হবে (Indigo Summer Sale 2025)। 

অ্যাড-অন ডিলস (যেমন সিট সিলেকশন, ব্যাগেজ, খাবার ইত্যাদি)-এ ৫০% পর্যন্ত ছাড়

প্রিপেইড এক্সট্রা ব্যাগেজ-এ ৫০% ছাড় (ঘরোয়া এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে)

স্ট্যান্ডার্ড সিট সিলেকশন-এ ৩৫% পর্যন্ত ছাড় (ফ্রন্ট XL, এমার্জেন্সি XL, রো ২-৫ বাদে)

আগে থেকে বুক করা খাবারে ১০% ছাড়

ইমার্জেন্সি XL সিট শুরু ₹৬৯৯ (ঘরোয়া) এবং ₹৭৯৯ (আন্তর্জাতিক)

Fast Forward সার্ভিসে ৫০% পর্যন্ত ছাড়

6E Prime, 6E Seat, 6E Eat-এ ৩০% পর্যন্ত ছাড়

ডোমেস্টিক ফ্লাইটের টিকিটের শুরু দাম: ₹১,৪৯৯ (ট্যাক্সসহ, ওয়ান ওয়ে ভাড়া)

আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটের শুরু দাম: ₹৪,৪৯৯ (ট্যাক্সসহ, ওয়ান ওয়ে ভাড়া)

IndiGoStretch (অতিরিক্ত লেগরুমসহ সিট)-এ ২৫% ছাড়। তবে সেই জন্য প্রোমো কোড: 6ESTCH (শুধুমাত্র ডিরেক্ট ডোমেস্টিক ফ্লাইটে প্রযোজ্য)

ইন্ডিগোর ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুকিং করলে অতিরিক্ত ৫% ছাড়

তবে এই অফারটি শুধুমাত্র নতুন বুকিংয়ের জন্যই প্রযোজ্য এবং সেই বুকিং অবশ্যই ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকেই করতে হবে। যাতে ৫% অতিরিক্ত ছাড় পাওয়া যায়। অন্যদিকে, বুকিং এবং যাত্রার মধ্যে কমপক্ষে ৭ দিনের ব্যবধান থাকতে হবে। তাছাড়া প্রথমে বুক করলে ছাড় পাওয়ার সম্ভাবনা বেশি। উল্লেখ্য, ইন্ডিগোর (Indigo Airlines) এই ছাড় অন্য কোনও থার্ড পার্টি ট্রাভেল অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য নয় (Indigo Summer Sale 2025 price discount)।

সেইসঙ্গে, সামার সেলের অংশ হিসেবে যাত্রীদের জন্য কিছু অতিরিক্ত (Add-ons) পরিষেবার উপরও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিগো (Indigo Special Discount)। সেগুলি হল:

সিট সিলেকশন ৩৫% পর্যন্ত (স্ট্যান্ডার্ড সিটে)

IndiGoStretch সিট ২৫% (প্রোমো কোড: 6ESTCH)

অতিরিক্ত লাগেজ (Prepaid) ৫০% পর্যন্ত ছাড়

আগে বুক করা খাবার ১০% ছাড়

Fast Forward সার্ভিস ৫০% পর্যন্ত ছাড়

6E Prime / Seat / Eat ৩০% পর্যন্ত ছাড়

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।