- Home
- Business News
- Other Business
- বিনিয়োগ করুন একবার, মাসে মাসে পেনশন পান ১২ হাজার টাকা, ৪০ বছর বয়স থেকে মিলবে পেনশন
বিনিয়োগ করুন একবার, মাসে মাসে পেনশন পান ১২ হাজার টাকা, ৪০ বছর বয়স থেকে মিলবে পেনশন
- FB
- TW
- Linkdin
বেসরকারি সংস্থা চাকরি করলে সকলের সব থেকে বেশি দুশ্চিন্তা হল রিটায়ারমেন্টের পর কী হবে। রিটায়ারমেন্টের পর কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় সকলে।
এবার রিটায়ার করলেই মিলবে মোটা টাকা। এবার পেনশন পাবেন ৪০ বছর বয়স থেকেই বাজারে এল নয়া প্রকল্প।
এবার ৪০ বছর থেকেই পাবেন পেনশন। এক বিশেষ প্রকল্প নিয়ে এল LIC। LIC-র সরল পেনশন পরিকল্পনার মাধ্যমে পেতে পারেন পেনশন।
এই প্রকল্পের বিশেষত্ব হল আর ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ৪০ বছর বয়স থেকে পেতে পারেন পেনশন।
এই পরিকল্পনা নেওয়ার সময় আপনাকে এককালীন প্রিমিয়াম দিতে হয়। প্রিমিয়াম পরিশোধের পর পেনশন পেতে শুরু করেন।
যদি পলিসির গ্রাহক কোনও কারণে মারা যান, তবে তার জমাকৃত অর্থ তার নমিনির কাছে ফিরিয়ে দেওয়া হবে।
LIC-র সরল পেনশন স্কিমে আপনি মাসিক ১০০০ টাকা পেনশন পাবেন। সর্বাধিক পেনশনের কোনও সীমা নেই। এই পেনশনটি নির্ভর করতে বিনিয়োগের ওপর।
পেনশন নেওয়ার জন্য আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক পেনশন নেওয়ার অপশন পাবেন।
আপনি যদি ৪০ বছর বয়সে LIC-র সরল পেনশন স্কিমে বিনিয়োগ করেন তবে সেই বয়স থেকেই পেনশন পাবেন।
LIC-র সরল পেনশন স্কিমে বিভিন্ন দামের পলিসি আছে। আপনি ১০ থেকে ১২ হাজার টাকার পলিসি কিনতে পারেন। যদি ৪২ বছর বয়সী ব্যক্তি ৩০ লক্ষ টাকার ইয়ারলি পসিলি কেনেন তাহলে ১২,৩৮৮ টাকা পেনসন পাবেন মাসে মাসে।