- Home
- Business News
- Other Business
- Bank Strike: দরকারি সব কাজ আগেভাগেই সেরে রাখুন! দেশজুড়ে কবে হতে চলেছে ব্যাঙ্ক ধর্মঘট?
Bank Strike: দরকারি সব কাজ আগেভাগেই সেরে রাখুন! দেশজুড়ে কবে হতে চলেছে ব্যাঙ্ক ধর্মঘট?
- FB
- TW
- Linkdin
তাদের অভিযোগটা ঠিক কী?
কেন্দ্রে মোদী সরকার আসার পরে ২০১৪ থেকে এ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে সাধারণ কর্মীর সংখ্যা ১.১৪ লক্ষ কমেছে।
যার প্রভাবে রীতিমতো আশঙ্কাজনকভাবে ব্যাহত হচ্ছে গ্রাহক পরিষেবা
শুধু তাই নয়, অতিরিক্ত চাপের মুখে পড়ছেন ব্যাঙ্কের কর্মী এবং অফিসাররা।
তাই প্রধানত কর্মী নিয়োগ এবং প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি তুলছেন তারা
আগামী মাস, অর্থাৎ ফেব্রুয়ারির ২৪ এবং ২৫ তারিখে দেশজুড়ে টানা দুদিন ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন বা আইবক।
কাজ করার মতো মাথা আগের থেকে অনেক কমে গিয়েছে
ব্যাঙ্কের সাধারণ কর্মীদের সংগঠন তথা এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর, আইবক-এর রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এবং অল ইন্ডিয়া ন্যাশনালাইজ়ড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসের অভিযোগ, কাজ করার মতো মাথা আগের থেকে অনেক কমে গেছে।
বিগত কয়েক বছরে কর্মীদের উপর নানা ধরনের নতুন দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে
সেই তালিকায় সাধারণ গ্রাহকদের প্রয়োজনীয় বিভিন্ন ব্যাঙ্কিং এবং কাজকর্ম তো রয়েছেই।
তার সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক সরকারি প্রকল্পের বিপুল কর্মকাণ্ড
উল্লেখ্য, গত ১০ বছরে ব্যাঙ্কের বহু কর্মী অবসর নিয়েছেন।
অনেকে আবার চাকরি ছেড়েও দিয়েছেন
পরিবর্তে নতুন কর্মী নিয়োগ হয়েছে খুব সামান্যই।
স্বাভাবিকভাবেই গ্রাহক পরিষেবা ব্যাহত হচ্ছে
তাদের দাবি, এই পরিস্থিতি কখনোই চলতে পারে না।
আর তারই প্রতিবাদে এবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা
এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে বনধ।
কবে কবে বন্ধ ব্যাঙ্ক?
আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দেশজুড়ে টানা দুদিন ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন বা আইবক। তাই আগেভাগে মিটিয়ে নিন জমে থাকা কাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।