- Home
- Business News
- Other Business
- এবার দেশের মহিলাদের সামনে বিরাট আয়ের সুযোগ! LIC বীমা সখী সম্বন্ধে জানেন?
এবার দেশের মহিলাদের সামনে বিরাট আয়ের সুযোগ! LIC বীমা সখী সম্বন্ধে জানেন?
- FB
- TW
- Linkdin
এলআইসির বীমা সখী
মহিলাদের ক্ষমতায়নের জন্য এলআইসির বীমা সখী প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ ডিসেম্বর ২০২৪ সালে উদ্বোধন করেন। মাত্র এক মাসেই এই প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছে। এক মাসের মধ্যে ৫০ হাজারেরও বেশি মহিলা এই প্রকল্পে নিবন্ধন করেছেন। এলআইসির বীমা সখী প্রকল্প, দশম শ্রেণী পাশ করা ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের জন্য তৈরি।
এলআইসির বীমা সখী প্রকল্প কি?
এই প্রকল্পের আওতায়, দশম শ্রেণী পাশ করা মহিলাদের, এলআইসি এজেন্ট হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত বীমা সখী মহিলাদের এলআইসি প্রথম ৩ বছর বেতন বা ভাতা প্রদান করবে। প্রশিক্ষণ শেষে, মহিলারা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। স্নাতক ডিগ্রি অর্জনের পর এলআইসিতে উন্নয়ন কর্মকর্তা হিসেবে সুযোগ পাবেন।
১৪ হাজার মহিলা
প্রকল্প শুরুর এক মাস পূর্ণ হওয়ার পর, বীমা সখী প্রকল্পে নিবন্ধনকারীর সংখ্যা ৫২,৫১১ এ পৌঁছেছে বলে এলআইসি জানিয়েছে। এর মধ্যে ২৭,৬৯৫ জন পলিসি বিক্রয়ের জন্য নিয়োগপত্র পেয়েছেন। ১৪,৫৮৩ জন পলিসি বিক্রি শুরু করেছেন।
প্রতিটি পঞ্চায়তে একজন বীমা সখী
“এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়তে কমপক্ষে একজন বীমা সখী নিয়োগ করাই আমাদের লক্ষ্য। এলআইসি তাদের প্রয়োজনীয় দক্ষতা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছে। ডিজিটাল সরঞ্জামের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হচ্ছে” বলে জানিয়েছেন এলআইসির কার্যবাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ মোহন্তি।
২ লক্ষ বীমা সখী লক্ষ্য:
আগামী তিন বছরে দুই লক্ষ বীমা সখী এজেন্ট নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এলআইসি। দশম শ্রেণী পাশ করা ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পে যোগ দিতে আবেদন করতে পারেন।
কত ভাতা দেওয়া হবে?
এলআইসির বীমা সখী যোজনা প্রকল্পের আওতায়, মহিলাদের প্রথম বছরে মাসিক ৭০০০ টাকা ভাতা দেওয়া হবে। দ্বিতীয় বছরে মাসিক ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি, মহিলা এজেন্টরা বীমা পলিসির ভিত্তিতে কমিশন পাবেন।
কে এই প্রকল্পে যোগ দিতে পারবেন না?
বর্তমান এজেন্ট বা কর্মচারীর আত্মীয়স্বজনরা এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। অর্থাৎ এখন এলআইসি এজেন্ট হিসেবে যারা কাজ করছেন, তাদের স্ত্রী, দত্তক ও পালিত সন্তান (নির্ভরশীল হোক বা না হোক), বাবা-মা, ভাই-বোন, শাশুড়ি সহ আত্মীয়স্বজন কেউই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন না। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী বা পুনঃনিয়োগপ্রার্থী প্রাক্তন এজেন্টদের এই প্রকল্পের আওতায় এজেন্সি দেওয়া হবে না।
বর্তমান এজেন্টরাও আবেদন করতে পারবেন না।
এলআইসির বীমা সখী যোজনা প্রকল্পে আবেদন করবেন কিভাবে?
এলআইসির বীমা সখী যোজনা প্রকল্পে যোগ দিতে নিকটস্থ এলআইসি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। স্ব-সত্যায়িত বয়সের প্রমাণপত্রের কপি, ঠিকানার প্রমাণপত্রের কপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।