- Home
- Business News
- Other Business
- চালু হচ্ছে LIC স্মার্ট পেনশন স্কিম, একক প্রিমিয়াম দিয়েই পান আজীবন পেনশন
চালু হচ্ছে LIC স্মার্ট পেনশন স্কিম, একক প্রিমিয়াম দিয়েই পান আজীবন পেনশন
অবসরের পর নিজের সকল প্রয়োজন মেটাতে এবং অসুস্থতার খরচ চালানোর জন্য এলআইসি চালু করেছে স্মার্ট পেনশন স্কিম। ১৮ থেকে ৬৫ বছরের বেশি বয়সীরা এই স্কিমে অল্প বিনিয়োগে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।

অবসরের পর কীভাবে নিজের সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন কিংবা কীভাবে অসুস্থতার খরচ চালাবেন তা নিয়ে চিন্তায় ভোগেন সকলেই।
এবার চালু হল LIC স্মার্ট পেনশন স্কিম। যাতে অল্প বিনিয়োগে নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন।
এই পরিকল্পনাটি ১৮ থেকে ৬৫ ও তার বেশি বছর বয়সী ব্যক্তিদের জন্য। জাতীয় পেনশন সিস্টেম (এনপিএস) গ্রাহকরা এলআইসি স্মার্ট পেনশন পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
এই পরিকল্পনার জন্য সর্বনিম্ন ক্রয়ের পরিমাণ ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এর কোনও সর্বোচ্চ সীমা নেই।
যদিও সর্বোচ্চ ক্রয় মূল্য কোম্পানির আন্ডাররাইটিং নীতির ওপর নির্ভর করবে। এই প্রকল্পের অধীনে সর্বনিম্ন বার্ষিকী ১০০০ টাকা দিতে হবে। তবে, তা নির্ভর করবে পলিসিধারকের পছন্দের ওপর।
এই স্কিমে দিতে হবে একটি মাত্র প্রিমিয়াম। LIC স্মার্ট পেনশন স্কিমের অধীনে, পলিসিধারীরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন।
এই প্রকল্পের অধীনে বার্ষিক বৃত্তির সুবিধাও দেওয়া হবে। পলিসিধারীদের পরে, মনোনীত ব্যক্তিকে এই স্কিমের সুবিধা দেওয়া হবে।
www.licindia.in ওয়েব সাইটে এই পলিসি সম্পর্কে জানতে পারবেন। অনলাইন ছাড়াও এলআইসি এজেন্ট, POSP- life insurance, common public service centers থেকে এই পলিসি কিনতে পারবেন।
এর বৈশিষ্ট্য হল একক প্রিমিয়াম দিয়ে তাৎক্ষণিত অ্যানুইটি শুরু করা যাবে। চাহিদা অনুসারে অ্যানুইটি পরিবর্তন। একক জীবন ও যৌথ জীবন অ্যানুইটি মধ্যে একটি বেছে নিতে পারেন।
তেমনই বিদ্যমান পলিসিধারক ও তাদের নমিনিদের জন্য আছে অধিক অ্যানুইটি হার।