- Home
- Business News
- Other Business
- Mutual Fund Best Return: মাত্র এক বছরে ২৩%‑এর বেশি রিটার্ন? খারাপ বাজারেও শক্তিশালী রিটার্ন দিল এই ৫ মিউচুয়াল ফান্ড
Mutual Fund Best Return: মাত্র এক বছরে ২৩%‑এর বেশি রিটার্ন? খারাপ বাজারেও শক্তিশালী রিটার্ন দিল এই ৫ মিউচুয়াল ফান্ড
Mutual Fund Best Return: মিউচুয়াল ফান্ডের বাজার গত এক বছর ধরেই বেশ খারাপ। তবে সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও, বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড বেশ ভালো পারফর্ম করেছে।

৫টি ফান্ড বেশ ভালো রিটার্ন এনে দিয়েছে ইনভেস্টরদের
প্রচুর মানুষ আজকাল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন। তবে মিউচুয়াল ফান্ডের বাজার গত এক বছর ধরেই বেশ খারাপ। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও, বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করেছে। প্রসঙ্গত, গোটা বছর ধরেই বাজারে অস্থিরতা বজায় ছিল। একাধিক ক্যাটেগরির ইক্যুইটি ফান্ড আশানুরূপ রিটার্ন দিতে পারেনি বিনিয়োগকারীদের। কিন্তু তার মধ্যেও ৫টি ফান্ড বেশ ভালো রিটার্ন এনে দিয়েছে ইনভেস্টরদের।
খুশি বিনিয়োগকারীরা
তথ্য বলছে, এই ফান্ডগুলির প্রধান ফোকাস ছিল ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অটো এবং ট্রান্সপোর্টেশন সেক্টরের উপর। তাই বাজার দুর্বল থাকলেও নির্দিষ্ট কিছু সেক্টরে বিনিয়োগকারীদের আস্থা বেশ খানিকটা বজায় ছিল। আর সেইজন্যই এই শক্তিশালী রিটার্ন হাতে এসেছে বিনিয়োগকারীদের।
মাত্র এক বছরে ২৩%‑এর বেশি রিটার্ন?
অর্থাৎ, খারাপ বাজারের মধ্যে দাঁড়িয়েও, এই ৫টি ফান্ড বিনিয়োগকারীদের ভরসা রেখেছে। মাত্র এক বছরে ২৩%‑এর বেশি রিটার্ন দিয়েছে এই ফান্ডগুলিতে।
কোন কোন ফান্ড এবং কত রিটার্ন?
এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড - ডিরেক্ট প্ল্যান: ২৩.৮০%
আইটিআই ব্যাঙ্কিং অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিসেস ফান্ড - ডিরেক্ট প্ল্যান: ২৪.৩১%
এইচডিএফসি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ফান্ড - ডিরেক্ট প্ল্যান: ২৪.৮৭%
ডিএসপি ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড - ডিরেক্ট প্ল্যান: ২৫.৪৭%
কোয়ান্ট বিএফএসআই ফান্ড - ডিরেক্ট প্ল্যান: ২৭.১৪%
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

