Nestle Layoffs 2025: কয়েকদিন আগেই নেসলের চিফ এক্জ়িকিউটিভ অফিসার তথা সিইও হিসেবে দায়িত্ব নেন ফিলিপ নাভ্রাতিল।
Nestle Layoffs 2025: কর্মী সংকোচনের পথে হাঁটছে বিশ্বের অন্যতম ফুড এবং ড্রিঙ্কস প্রসেসিং সংস্থা নেসলে (nestle layoffs 2025)। এবার ১৬,০০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুইৎজ়ারল্যান্ড এই বহুজাতিক খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থাটি (nestle layoffs job cuts)।
১৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলছে নেসলে?
কয়েকদিন আগেই নেসলের চিফ এক্জ়িকিউটিভ অফিসার তথা সিইও হিসেবে দায়িত্ব নেন ফিলিপ নাভ্রাতিল। আর দায়িত্ব পেয়েই, দ্রুত এই সংস্থার পুনরুত্থানের বিষয়ে তিনি নজর দেন। এবার তিনি একটি বিশেষ পরিকল্পনা করেছেন। ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলছে নেসলে।
অর্থাৎ, এই সংস্থার মোট ১৬,০০০ কর্মী এবার কাজ হারাতে চলেছেন। বৃহস্পতিবার, এই প্রসঙ্গে নেসলের সিইও নাভ্রাতিল জানান, "বিশ্ব ক্রমাগত বদলে যাচ্ছে। ফলে, আমাদেরও দ্রুত পরিবর্তিত হতে হবে। আর তাই কর্মী সংখ্যা কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হচ্ছি।’’
প্রথম পর্যায়ে উৎপাদন এবং সাপ্লাই চেইন থেকে মোট ৪০০০ কর্মীকে ছাঁটাই?
আগামী ২ বছরের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নেসলে জানিয়েছে, মোট ওয়ার্ক ফোর্সের ৬% কমিয়ে ফেলবে তারা। সেইজন্যই গোটা বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারা। জানা যাচ্ছে, এই সুইস বহুজাতিক খাদ্যপ্রক্রিয়াকরণ সংস্থাটি প্রথম পর্যায়ে উৎপাদন এবং সাপ্লাই চেইন থেকে মোট ৪০০০ কর্মীকে ছাঁটাই করবে।
এরপর দ্বিতীয় ধাপে চাকরি খোয়াতে পারেন প্রায় ১২ হাজার কর্মী। এক্ষেত্রে বলে রাখা ভালো, ‘হোয়াইট কলার’ জব হোল্ডারদের উপর প্রভাব পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে নেসলে ইন্ডিয়া। সেই রিপোর্ট অনুযায়ী, কোম্পানির নিট মুনাফা কমেছে ২৩.৬%।
স্বাভাবিকভাবেই, গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত ম্যানেজমেন্ট। এই সংস্থার মোট ১৬,০০০ কর্মী এবার কাজ হারাতে চলেছেন। বৃহস্পতিবার, নেসলের সিইও নাভ্রাতিল এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


