- Home
- Business News
- Other Business
- ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম, এই সামান্য ভুলে বাতিল হয়ে যাবে চেক, RBI নির্দেশিকা কী বলছে?
ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম, এই সামান্য ভুলে বাতিল হয়ে যাবে চেক, RBI নির্দেশিকা কী বলছে?
- FB
- TW
- Linkdin
নতুন বছরে একের পর এক নিয়ম বদলেছে ব্যাঙ্কিং সেক্টরে। ফের জারি হল নতুন এক নিয়ম।
ব্যাঙ্কের খোলা বন্ধের নিয়ম থেকে শুরু করে Fixed Deposite -র নিয়ম বদলেছে।
ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম, এই ভুলে বাতিল হয়ে যাবে চেক। জেনে নিন কী।
আর কালো কালিতে ব্যাঙ্কের চেক লেখা যাবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে আরবিআই।
এমনই খবর ঘোরা ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে জল্পনা। সকলেই প্রশ্ন তুলেছেন কালো কালিতে লিখলে দোষ কি?
আসলে এই পোস্টটি ভুলো। সদ্য পিআইবি-র তরফে জানানো হয়েছে, চেক লেখার সময় কালো কালি ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে যে দাবি উঠেছে তা ভুল।
জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও নির্দেশিকা জারি করেনি।
পিআইবি-র ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, কালো কালির চেক লেখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করেছে আরবিআই।
… এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এই দাবি সম্পূর্ণ ভুয়ো। চেক লেখার জন্য নির্দিষ্ট কোনও কালির রঙ নিয়ে এমন কোনও নির্দেশিকা রিজার্ভ ব্যাঙ্ক জারি করেনি।
অর্থাৎ, ব্যাঙ্কের চেক নিয়ে জারি হল নয়া নিয়ম কিংবা কালো কালিতে চেক লিখতে তা বাতিল হয়ে যাবে- এমন খবর ভুল।