Business Update: প্যানাসনিক ভারতীয় বাজারে রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন বিক্রি বন্ধ করছে। প্রতিযোগিতা এবং লোকসানের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
Business Update: জাপানি সংস্থা প্যানাসনিক একসময় ভারতীয় বাজারে রাজত্ব চালাত। কিন্তু বহু বছর ধরে প্রতিযোগিতা এবং লোকসানের মুখোমুখি হয়ে রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই সিদ্ধান্ত অবশ্য অনেককেই অবাক করে দিয়েছে। কারণ, প্যানাসনিক ভারতে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। এমনকি, একটা সময় ছিল যখন ভারতীয় বাজারে চাহিদা মেটাতে তারা নতুন মডেলও লঞ্চ করেছিল।
তীব্র প্রতিযোগিতার বাজার
প্যানাসনিক বিভিন্ন আকার এবং রঙের রেফ্রিজারেটর বাজারে এনেছিল। অটোমেটিক ওয়াশিং মেশিনও বাজারে লঞ্চ করেছিল। কিন্তু LG, স্যামসাং, Whirlpool এবং Godrej-এর মতো সংস্থার প্রতিযোগিতার সামনে পড়ে শেষপর্যন্ত, প্যানাসনিক আর বাজারে টিকে থাকতে পারেনি।
বিক্রি কমে যাওয়া
ভারতীয়দের পছন্দ এবং দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে তৈরি মডেলগুলিও আশানুরূপভাবে বিক্রি হয়নি। ফলে, প্যানাসনিক ব্যাপক লোকসানের সম্মুখীন হয়। গত কয়েক বছর ধরে নতুন প্রোডাক্ট এবং আউটলেট বৃদ্ধি পেলেও বাজারে তেমনভাবে কোনও উন্নতি হয়নি।
রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ব্যবসা বন্ধের সিদ্ধান্ত কেন?
সেই কারণেই, লাভজনক ব্যবসায় মনোনিবেশ করতে প্যানাসনিক রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইতিমধ্যেই আগে বিক্রি হয়ে যাওয়া পণ্যগুলির সার্ভিস এবং মেইনটেন্যান্স তারা চালিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে।
অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা
একটি বিবৃতিতে প্যানাসনিক জানিয়েছে, “ভারতে আমরা অনেকক্ষেত্রেই ভালো ফল করছি। বিশেষ করে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কিন্তু রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন ব্যবসায় আশানুরূপ লাভ হচ্ছে না। তাই এই ব্যবসা বন্ধ করে অন্যান্যক্ষেত্রে বিনিয়োগ করব আমরা”।
ব্যবসায় কি প্রভাব পড়তে পারে?
এই সিদ্ধান্তের জেরে প্যানাসনিকের ব্যবসায় কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষজ্ঞরা মনে করেন, টেলিভিশন, প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স এবং শক্তি সাশ্রয়ী পণ্যে বিনিয়োগ করে প্যানাসনিক আবার ঘুরে দাঁড়াতেই পারে।
বর্তমানে ভারতের মতো দেশে প্যানাসনিক এয়ার কন্ডিশনার, স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ব্যাটারি প্রযুক্তি সহ বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে। ভবিষ্যতে ভারতীয় বাজারের চাহিদা অনুযায়ী, ফের একবার নতুন পণ্য আনার পরিকল্পনাও রয়েছে তাদের। আর এই পরিবর্তন ভারতীয় বাজারে নতুন একটি প্রতিযোগিতা তৈরি করবে এবং অন্যান্য সংস্থার জন্যও সুযোগ করে দেবে বলেই মত অনেকের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


