- Home
- Business News
- Other Business
- Paytm UPI: ইউপিআই পরিষেবায় পরিবর্তন আনছে পেটিএম? ব্যবহারকারীদের জন্য বিরাট আপডেট
Paytm UPI: ইউপিআই পরিষেবায় পরিবর্তন আনছে পেটিএম? ব্যবহারকারীদের জন্য বিরাট আপডেট
Paytm UPI: পেটিএম ইউপিআই পরিষেবায় কিছু পরিবর্তন এসেছে। ৩১শে অগাস্ট থেকে পেটিএম ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে এই প্রসঙ্গে বিশদে ব্যাখ্যা দিয়েছে এই সংস্থা।

এককালীন ইউপিআই লেনদেনে কোনও পরিবর্তন নেই
৩১শে অগাস্ট থেকে পেটিএম ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে গুগল প্লে স্টোর থেকে পাওয়া বিজ্ঞপ্তিই এই বিভ্রান্তির কারণ বলে জানা গেছে। সমস্ত পেটিএম ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শুধুমাত্র কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রেই এই পরিবর্তনটি আসছে বলে সংস্থাটি জানিয়েছে। এককালীন ইউপিআই লেনদেনে কোনও পরিবর্তন নেই।
ইউটিউব প্রিমিয়াম, গুগল ওয়ান স্টোরেজের মতো সাবস্ক্রিপশন পরিষেবার জন্য
ব্যবসায়ীদের জন্য আর্থিক লেনদেনে কোনও সমস্যা হবে না। জিনিস কেনার সময়, দোকানে টাকার লেনদেন, বন্ধুদের টাকা পাঠানো, বিল পরিশোধ ইত্যাদি পরিষেবা যেইরকম ভাবে চলছে, সেইরকমই চলবে। শুধুমাত্র রিপিটেটিভ অর্থ লেনদেনের ক্ষেত্রেই এই পরিবর্তনগুলি কার্যকর করা হবে। ইউটিউব প্রিমিয়াম, গুগল ওয়ান স্টোরেজের মতো সাবস্ক্রিপশন পরিষেবার জন্য পেটিএম ইউপিআই-এর মাধ্যমে মাসিক অর্থ প্রদানকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য বলে জানিয়েছে সংস্থা।
ইউপিআই আইডি
তাদের পুরানো @paytm ইউপিআই আইডি নতুন আইডিতে পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, কারও ইউপিআই আইডি rajesh@paytm হলে, তাকে rajesh@pthdfc, rajesh@ptaxis, rajesh@ptyes, অথবা rajesh@ptsbi-এর মতো ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত নতুন আইডিতে পরিবর্তন করতে হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)-এর অনুমতি নিয়ে পেটিএম তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন সরবরাহকারী হিসেবে পরিবর্তিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।
গুগল প্লে থেকে পাঠানো বিজ্ঞপ্তিই এই বিভ্রান্তির কারণ
রিপিটেটিভ লেনদেন আপডেট করার জন্য ৩১শে অগাস্ট, ২০২৫ শেষ তারিখ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। ১লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছিল। তবে সেটা শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

