- Home
- Business News
- Other Business
- পোস্ট অফিসের মাসিক এই স্কিমটি সম্পর্কে জানেন? স্বামী-স্ত্রী একসঙ্গেই করতে পারেন বিনিয়োগ
পোস্ট অফিসের মাসিক এই স্কিমটি সম্পর্কে জানেন? স্বামী-স্ত্রী একসঙ্গেই করতে পারেন বিনিয়োগ
ডাকঘরের মাসিক আয় প্রকল্প (POMIS): সকলের জন্য স্থিতিশীল মাসিক আয়ের উৎস।
| Updated : Jan 04 2025, 06:46 PM
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110

ডাকঘরের মাসিক আয় প্রকল্প প্রতি মাসে আয়ের সুযোগ দেয়
একক ও যৌথ অ্যাকাউন্টে যথাক্রমে ৯ ও ১৫ লক্ষ টাকা জমা রাখা যায়।
210
৫ বছর মেয়াদী এই প্রকল্পে মূলধন সুরক্ষিত থাকে এবং মাসিক আয় পাওয়া যায়
যৌথ অ্যাকাউন্টে ৯,২৫০ টাকা পর্যন্ত আয় সম্ভব।
310
৭.৪% সুদে ১৫ লক্ষ টাকা বিনিয়োগে বার্ষিক ১,১১,০০০ টাকা এবং ৫ বছরে ৫,৫৫,০০০ টাকা আয়
মাসিক আয় ৯,২৫০ টাকা।
410
৯ লক্ষ টাকা বিনিয়োগে বার্ষিক ৬৬,৬০০ টাকা এবং ৫ বছরে ৩,৩৩,০০০ টাকা আয়
মাসিক আয় ৫,৫৫০ টাকা।
510
যেকোনো নাগরিক এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনকি শিশুদের নামেও
১০ বছরের কম বয়সী শিশুদের জন্য অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
610
৫ বছর পূর্বে টাকা তুললে জরিমানা প্রযোজ্য
১-৩ বছরের মধ্যে তুললে ২% এবং ৩ বছর পরে তুললে ১% জরিমানা।
710
৫ বছর পর প্রকল্পটি নবায়ন করা যাবে না
টাকা তুলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।
810
Image Credit : our own
একক বা যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যায়
মাসে ৯,২৫০ টাকা পর্যন্ত আয় সম্ভব।
910
Image Credit : our own
এটিই পোস্ট অফিসের মাসিক একটি স্কিম
যেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করতে পারেন।
1010
Image Credit : iSTOCK
তবে বিনিয়োগ করার আগে
বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।