- Home
- Business News
- Other Business
- পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ১০ হাজার টাকা জমা দিলে পাওয়া যাবে ৮২ লাখ? বিশদে জানুন
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ১০ হাজার টাকা জমা দিলে পাওয়া যাবে ৮২ লাখ? বিশদে জানুন
ভবিষ্যতের আয় নিশ্চিত করতে পরিকল্পনা করছেন যারা, তারা পিপিএফ স্কিমে বিনিয়োগ করতে পারেন।
19

অবসরের পর স্থিতিশীল আয় পেতে সাহায্য করবে এই স্কিম
কিন্তু কীভাবে বিনিয়োগ করবেন জেনে নিন।
29
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সম্পূর্ণ সুরক্ষিত
বিনিয়োগকৃত অর্থে কোনও বাজার ঝুঁকি নেই।
39
এই স্কিমে বিনিয়োগে ৭.১% সুদের হার পাওয়া যাবে
কিভাবে বেশি লাভ পাবেন দেখে নিন।
49
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে, বছরে ন্যূনতম ৫০০ টাকা থেকে জমা করা যায়
সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
59
এই স্কিমের মেয়াদকাল ১৫ বছর
১৫ বছর পর, বিনিয়োগের মেয়াদ প্রতি পাঁচ বছর অন্তর বাড়ানো যায়।
69
Image Credit : iSTOCK
এই স্কিমে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে, বড় অঙ্কের টাকা সহজেই আয় করা সম্ভব
পিপিএফ স্কিমে অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে ১০,০০০ টাকা জমা করলে বছরে মোট বিনিয়োগ ১,২০,০০০ টাকা।
79
Image Credit : adobe stock
২৫ বছর ধরে এই বিনিয়োগ
২৫ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে গেলে মোট ৮২.৪৬ লাখ টাকা পাওয়া যাবে।
89
Image Credit : iSTOCK
বর্তমান ৭.১% সুদের হারের ভিত্তিতে হিসাব করলে,
মেয়াদপূর্তিতে ৮২,৪৬,৪১২ টাকা পাওয়া যাবে।
99
Image Credit : iSTOCK
আর্থিক সুরক্ষা দেবে
এই অর্থ আপনার ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা দেবে।
Latest Videos