পঞ্জাব লটারির দিওয়ালি বাম্পার ২০২৫এর ফলাফল সম্পর্কে রইল বিস্তারি তথ্য। আজ রাত ৮টায় লুধিয়ানা ক্যাম্প অফিসে ঘোষণা করা হবে পঞ্জাব লটারি ২০২৫-এর ফলাফল। অনলাইনেও জানা যাবে এই লটারি প্রতিযোগিতার ফলাফল।
দিওয়ালি মাঝে গোটা দেশজুড়ে ধামাধা। সে আতশবাজির হোক বা অর্থের হোক। দিওয়ালি উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যেই লটারি খেলার প্রচলন রয়েছে। যেখানে থাকে ধামাকাদার অর্থ পুরষ্কার। তেমনই একটি দিওয়ালি ধামাকা হল পঞ্জাব দিওয়ালি বাম্পার লটারি। এটির ফলাফল ঘোষণা অর্থাৎ খেলা হবে আজ। কিন্তু কখন, কিভাবে খেলা হবে তা জানতে এই প্রতিবেদেনে চোখ রাখুন। এদিন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী ঘরে তুলবেন ১১ কোটি টাকা? তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
খেলা হবে
পঞ্জাব লটারির দিওয়ালি বাম্পার ২০২৫এর ফলাফল সম্পর্কে রইল বিস্তারি তথ্য। আজ রাত ৮টায় লুধিয়ানা ক্যাম্প অফিসে ঘোষণা করা হবে পঞ্জাব লটারি ২০২৫-এর ফলাফল। অনলাইনেও জানা যাবে এই লটারি প্রতিযোগিতার ফলাফল।
পঞ্জাব লটারির ফলাফল- পরিকাঠামো
১ম পুরস্কার: ₹১১,০০,০০,০০০ (১ জন বিজয়ী)
২য় পুরস্কার: ₹১,০০,০০,০০০ (৩ জন বিজয়ী - ১ কোটি টাকা প্রত্যেকে)
৩য় পুরস্কার: ₹৫০,০০,০০০ (৩ জন বিজয়ী - ৫০ লক্ষ প্রত্যেকে)
৪র্থ পুরস্কার: ₹১০,০০,০০০ (৯ জন বিজয়ী - ১০ লক্ষ প্রত্যেকে)
৫ম পুরস্কার: ₹৫,০০,০০০ (৯ জন বিজয়ী - ৫ লক্ষ প্রত্যেকে)
৬ষ্ঠ পুরস্কার: ₹৯,০০০ (২,৪০০ বিজয়ী)
৭ম পুরস্কার: ₹৭,০০০ (২,৪০০ বিজয়ী)
মোট পুরস্কারের অর্থ: ₹৩৬,১৪,৭০,০০০
পঞ্জাব লটারি দিওয়া বাম্পার রেজাল্ট নির্ধারণ করা হবে লাকি ড্র-এর মাধ্যমে। ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লাকি ড্র। তাই বলা যেতেই পারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কে হবেন লাকি ড্রি বিজেতা- তা জানতে আর কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। প্রথম একজন দলেও এই লটারিতে প্রচুর পরিমাণে পুরষ্কারের ব্যবস্থা রেখা হয়েছে।


