- Home
- Business News
- Other Business
- নতুন বছরে কি বাতিল হয়ে যাচ্ছে ১০ ও ২০ টাকার নোট? বছর শেষে বিরাট সিদ্ধান্ত RBI-র
নতুন বছরে কি বাতিল হয়ে যাচ্ছে ১০ ও ২০ টাকার নোট? বছর শেষে বিরাট সিদ্ধান্ত RBI-র
১০ ও ২০ টাকার নোটের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, যা সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের সমস্যায় ফেলছে। এই সংকট নিয়ে RBI এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আরবিআই-কে চিঠি দিয়েছে। জল্পনা চলছে যে এই নোটগুলি বন্ধ হয়ে যেতে পারে, যদিও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। মাঝে মধ্যেই খুচরো টাকা নিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। প্রয়োজনে পাওয়া যাচ্ছে না খুচরো। বিশেষ করে ১০ ও ২০ টাকার নোট নিয়ে হচ্ছে সমস্যা। অনেক সময় পাওয়াই যাচ্ছে না ১০ ও ২০ টাকার নোট। এদিকে প্রয়োজনীয় জিনিস কিনতে হোক কিংবা বাস-অটোর ভাড়া দিতে প্রয়োজন এই ১০ ও ২০ টাকার নোট।
এই নিয়ে চিঠি গিয়েছে আরবিআই-এ। তারপরই ১০ ও ২০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। সাধারণ মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিল বিরাট সিদ্ধান্ত।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-কে চিঠি দিল রিজার্ভ ব্যাঙ্ক এলপ্লয়িজ অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে। সদ্য দেশজুড়ে ছোট মূল্যের নোটের ব্যাপক ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে এটি সাধারণ মানুষের জন্য প্রচুর অসুবিধার কারণ হচ্ছে এবং ছোট ব্যবসার ওপর প্রভাব ফেলেছে। এই চিঠিতে দাবি করা হয়েছে, দেশের অনেক জায়গায় বিশেষ করে শহর ও গ্রামাঞ্চলে ১০, ২০, ৫০ টাকার নোটের দেখা মিলছেই না।
আরবিআই-র মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর টি রবি শঙ্করকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে এই সমস্যার কথা। জানানো হয়েছে, এটিএম থেকে যে টাকা বিতরণ হয় সেখানেও উচ্চ মূল্যের নোট মেলে। ইউনিয়মের মতে, ডিজিটাল পেমেন্ট দৈনন্দিন প্রয়োজনের জন্য নগদের ওপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারে না।
এই জটিলতা সামনে আসতে সকলের মনে একটাই প্রশ্ন যে এবার কি বন্ধ হয়ে যাবে ১০ ও ২০ টাকার নোট? অনেকে দাবি করেছে এবার কয়েন চালু করবে ব্যাঙ্ক। তবে, আপাতত RBI-র পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন সকলে।

