- Home
- Business News
- Other Business
- SBI Fixed Deposit Interest Rates 2025: আবারও ফিক্সড ডিপোজিটে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক? বিরাট আপডেট
SBI Fixed Deposit Interest Rates 2025: আবারও ফিক্সড ডিপোজিটে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক? বিরাট আপডেট
SBI Fixed Deposit Interest Rates 2025: এই নিয়ে পরপর। স্থায়ী আমানত অর্থাৎ, ফিক্সড ডিপোজিট ফের সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৩০ দিনের ব্যবধানে, এই নিয়ে দ্বিতীয়বার FD-তে সুদ কমাল এসবিআই
কার্যত, দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্ত অবাক করে দিচ্ছে গ্রাহকদের (customers)।
বিষয়টা ঠিক কী?
উল্লেখ্য, এবার সমস্ত মেয়াদের ক্ষেত্রেই সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক (state bank of India)।
ফলে, স্বাভাবিকভাবেই এফডি থেকে অনেকটাই আয় কমবে প্রবীণ নাগরিক এবং সাধারণ গ্রাহকদের
শুক্রবার, ১৬ মে থেকে নতুন সুদের হার কার্যকর করল SBI।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল শেষবারের জন্য স্থায়ী আমানতে সুদের হার (interest rate) কমায় তারা
এসবিআই কী জানিয়েছে (sbi fixed deposit rates)?
নয়া নিয়মানুযায়ী, গ্রাহকরা এফডিতে বার্ষিক ৩.৩-৬.৭% হারে সুদ পাবেন
জানা যাচ্ছে, তিন কোটি টাকার নিচে করা লগ্নিতে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি থাকবে
কারণ, বিশেষ স্থায়ী আমানত প্রকল্পকে এই সুদের হারের আওতার থেকে বাইরে রেখেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ (sbi fixed deposit interest calculator)।
আগে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে বিষয়টা ছিল অন্যরকম
স্টেট ব্যাঙ্কের স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকরা বার্ষিক ৩.৫-৬.৯% পর্যন্ত সুদ পেতেন। এদিকে দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠানটির যে বিশেষ এফডি প্রকল্পটি রয়েছে, সেটির নাম হল ‘অমৃত বৃষ্টি’। সেটিতেও সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এসবিআই।
‘অমৃত বৃষ্টি’-তে গ্রাহককে ৪৪৪ দিনের জন্য ব্যাঙ্কে টাকা বিনিয়োগ করতে হয়
এটিতে আগে সুদের হার ছিল ৭.০৫%। বর্তমানে তা নেমে এসে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশতে (sbi fixed deposit interest rate for senior citizens)।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৩ কোটি টাকার নিচে যে কোনও মেয়াদের জন্য এফডিতে সুদের হার কত?
নতুন নিয়মে, ৩.৮-৭.৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে তা। অপরদিকে, ‘এসবিআই উই কেয়ার’-এর লগ্নিকারীরাও এটির অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।
যাদের বয়স ৮০ বছরেরও বেশি, তাদের ক্ষেত্রে কী নিয়ম?
৩ কোটি টাকার নিচে স্থায়ী আমানত এবং ‘এসবিআই উই কেয়ার’-এ লগ্নিতে বার্ষিক ৪-৭.৫% পর্যন্ত সুদ পাবেন। অমৃত বৃষ্টিতে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা এবং ৮০ বয়সের ঊর্ধ্ব ব্যক্তিরা সুদ পাবেন যথাক্রমে ৭.৩৫% এবং ৭.৪৫ শতাংশ। স্থায়ী আমানতের সমস্ত নতুন সুদের হার ইতিমধ্যেই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

