- Home
- Business News
- Other Business
- Digital Gold Investments: ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি ঝুঁকিপূর্ণ? সেবির তরফে জারি হল সতর্কতা
Digital Gold Investments: ডিজিটাল গোল্ডে বিনিয়োগ কি ঝুঁকিপূর্ণ? সেবির তরফে জারি হল সতর্কতা
Digital Gold Investments: ডিজিটাল গোল্ডে বিনিয়োগ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠলেও, সেবি সতর্ক করে দিয়েছে যে, একাধিক অনলাইন প্ল্যাটফর্ম তাদের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ফলে, কোনওরকম প্রতারণা হলে বিনিয়োগকারীরা আইনি সুরক্ষা পাবেন না।

সেবি সতর্ক করে দিয়েছে
ডিজিটাল গোল্ডে বিনিয়োগ অনেকের কাছেই একটি নতুন বিষয়। গয়না বা কয়েন কেনার বদলে, মানুষ এখন মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল গোল্ড কিনছেন। অল্প টাকা থেকেই এই বিনিয়োগ শুরু করা যায় বলে, এটি বেশ সুবিধাজনক। কিন্তু সেবি সতর্ক করে দিয়েছে যে, এর পিছনে বেশ কিছু ঝুঁকিও রয়েছে।
এটি গোল্ড ETF বা EGR-এর মতো নিয়ন্ত্রিত বিষয় নয়
বহু অনলাইন প্ল্যাটফর্ম 'ডিজিটাল গোল্ড' অফার করে থাকে। কিন্তু সেগুলি আদতে সেবির নিয়ন্ত্রণের বাইরে। তাই প্রতারণা হলে সেবি কোনওরকম সুরক্ষা দিতে বাধ্য নয়, এটি গোল্ড ETF বা EGR-এর মতো নিয়ন্ত্রিত বিষয় নয়।
ভবিষ্যতে সমস্যা হলে আইনি সুরক্ষা পাওয়া যাবে না
বাস্তবে ইলেকট্রনিক মাধ্যমের উপর নির্ভর করে সোনা কেনার সুবিধা। মোবাইলের মাধ্যমে অল্প টাকায় সোনা কিনে বাজার দরে বিক্রি করা যায়। তবে সব প্ল্যাটফর্ম নির্ভরযোগ্য নয়। কারণ, সেগুলি সেবির নিয়ন্ত্রণে নেই। তাই ভবিষ্যতে সমস্যা হলে আইনি সুরক্ষা পাওয়া যাবে না।
সেবির অনুমোদন যাচাই করা আবশ্যক
সোনায় বিনিয়োগের জন্য সেবি-নিয়ন্ত্রিত পথ বেছে নিন। যেমন গোল্ড ETF, EGR বা কমোডিটি ডেরিভেটিভস। Tanishq, PhonePe-এর মতো ব্র্যান্ড ডিজিটাল গোল্ড অফার করলেও, বিনিয়োগের আগে সেবির অনুমোদন যাচাই করা আবশ্যক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

