- Home
- Business News
- Other Business
- Stock Market: আজ কি উঠবে বাজার, জেনে নিন শুক্রবার কোন কোন স্টকের দিকে নজর রাখবেন
Stock Market: আজ কি উঠবে বাজার, জেনে নিন শুক্রবার কোন কোন স্টকের দিকে নজর রাখবেন
বৃহস্পতিবার সেনসেক্স ও নিফটি ৫০-র পতন হয়েছে। কিন্তু বাজারের পতনের মধ্যেও থমাস কুক, টাইম টেকনোপ্লাস্ট, প্রেস্টিজ এস্টেট এবং ভিএ টেক ওয়াবাগ শেয়ারের দাম বেড়েছে। এই স্টকগুলির টার্গেট প্রাইস এবং স্টপ লস সম্পর্কে জানুন।

প্রতি নিয়ত ওঠা নামা করছে শেয়ার বাজার। সেনসেক্স, নিফটি ৫০-র পতন হয়েছে বৃহস্পতিবার। সেনসেক্স ৩৭৫ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ কমে রয়েছে ৮২ হাজার ২৫৯ পয়েন্ট।
এদিকে, নিফটি ৫০ কমেছে ১০০ পয়েন্ট বা ০.৪০ শতাংশ। নিফটি ৫০ পয়েন্ট কমলেও তা ২৫ হাজারের ওপর হবে এক ঝলকে দেখে নিন শুক্রবার কোন কোন স্টকের দিকে নজর রাখবে।
থমাস কুক (ইন্ডিয়া) লিমিটেড- ট্রাভেল ব্যবসার সঙ্গে জড়িত এই সংস্থার শেয়ার দর বৃহস্পতিবার ৭.২২ শতাংশ বেড়ে হয়েছে ১৭৮ টাকা।
বাজারের পতনের আবহেও দর বেড়েছে ট্যুরিজম সেক্টরের এই স্টকের। এর টার্গেট প্রাইস ১৮৮ টাকা এবং স্টপ লস ১৭১ টাকা।
টাইম টেকনোপ্লাস্ট লিমিটেড- প্লাস্টিক ড্রাম এবং বিভিন্ন রকমের প্লাস্টিক কন্টেনার প্রস্তুতকারক এই সংস্থার শেয়ার দাম বৃহস্পতিবার ৪.৯০ শতাংশ বেড়ে হয়েছে ৪৭২ টাকা।
গত এক বছরে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে এই স্টকের। এই টার্গেট প্রাইস ৫০০ টাকা এবং স্টপ লস ৪৫৫ টাকা।
প্রেস্টিজ এস্টেট প্রোজেক্টস লিমিটেড- রিয়েল এস্টেট সেক্টরের এই স্টকের দামও বৃহস্পতিবার বেড়েছে। ৩.৮৬ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৭৮৫ টাকা।
এর টার্গেট প্রাইস ১ হাজার ৮৬৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৭৫০ টাকা।
ভিএ টেক ওয়াবাগ লিমিটেড - ওয়াটার ট্রিটমেন্টের সঙ্গে জড়িত এই স্টকও শেষ ট্রেডিং সেশন উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে।
১.৪৫ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৫০৭ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫৬৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৪৭৫ টাকা।

