- Home
- Business News
- Other Business
- Share Market: হু হু করে বাড়ছে সূচক! মালামাল বিনিয়োগকারীরা, আপনিও কি এই ষ্টকগুলিতে ইনভেস্ট করেন?
Share Market: হু হু করে বাড়ছে সূচক! মালামাল বিনিয়োগকারীরা, আপনিও কি এই ষ্টকগুলিতে ইনভেস্ট করেন?
ডিসেম্বরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার (Share Market)।
110

Image Credit : Freepik@slotpom
প্রায় ৬০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)
মঙ্গলবার, তা পৌঁছে গেল ৮১ হাজারের কাছে। ওদিকে আবার ১৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪৪৫৭ পয়েন্টে গিয়ে থামল নিফটি (Nifty)।
210
Image Credit : Freepik@sitthiphong
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ এপ্রিল-জুন মাসে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭%
তাই অনেকেই মনে করেছিলেন যে, ডিসেম্বরের প্রথম থেকেই হয়ত আবার পতন শুরু হবে শেয়ার বাজারে (Share Market)।
310
Image Credit : Freepik@stokkurs
কিন্তু অদ্ভুতভাবেই পরপর দুদিন বাজার থাকল চাঙ্গা
বিশেষজ্ঞরা মনে করছেন, বাজার আগে থেকেই কারেকশন মোডে ছিল।
410
Image Credit : freepik
তাই জিডিপির খারাপ ফলের প্রভাব থেকে বেরিয়ে আসতে পেরেছে
সোমবারও বেশ ভালোই ছিল বাজার।
510
Image Credit : freepik
এদিন বাজার উঠেছিল ফার্মা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষার শেয়ারগুলিতে
মঙ্গলবারও সেই ধারা বজায় ছিল।
610
Image Credit : freepik
এদিন কোন কোন শেয়ার ভালো ফল করল?
চলুন দেখে নেওয়া যাক।
710
Image Credit : Freepik@TriangleProd
ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা, ধাতু এবং তেল ও গ্যাসের স্টকগুলি দুর্দান্ত চলল
এদিন ব্যাঙ্ক নিফটি সূচক প্রায় এক শতাংশ হারেই বৃদ্ধি পেয়েছে।
810
Image Credit : freepik
আর কোন কোন সূচক বৃদ্ধি পেল?
ওদিকে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল এবং নিফটি তেল ও গ্যাসের সূচকগুলিও প্রায় এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে৷
910
Image Credit : freepik
সুতরাং, এখনও পর্যন্ত বাজারের জন্য ভালো খবর
বাজার ঊর্ধ্বমুখী।
1010
Image Credit : freepik
বাকিটা কেমন যাবে?
Latest Videos