সংক্ষিপ্ত
আজকাল আমরা অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) ইনভেস্ট করে থাকি। কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার লক্ষ্যে সবাই টাকা ঢালেন একাধিক মিউচুয়াল ফান্ডে। কিন্তু মার্কেট ইনভেস্টমেন্ট (Mutual Fund Investment) পুরোটাই একটা ক্যালকুলেটিভ বিষয়।
আজকাল আমরা অনেকেই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) ইনভেস্ট করে থাকি। কম সময়ে বেশি রিটার্ন পাওয়ার লক্ষ্যে সবাই টাকা ঢালেন একাধিক মিউচুয়াল ফান্ডে। কিন্তু মার্কেট ইনভেস্টমেন্ট (Mutual Fund Investment) পুরোটাই একটা ক্যালকুলেটিভ বিষয়।
তাই সবসময় ভেবেচিন্তে টাকা ঢালা উচিৎ। এমন ৬টি মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক বছরের মধ্যে প্রায় ৫০% রিটার্ন পাওয়া সম্ভব। এখনও পর্যন্ত, এই মিউচুয়াল ফান্ডগুলিতে যারা বিনিয়োগ করেছেন, তারা খুব কম সময়েই অনেক বেশি টাকা নিজের ঘরে তুলতে পেরেছেন। চলুন একবার দেখে নেওয়া যাক, কোথায় টাকা বিনিয়োগ করলে নিজের লাভ সবথেকে বেশি হবে।
প্রথমেই আসা যাক পিএসইউ থিম বেসেড-এর কথায়। এই ফান্ডটি বেশ ভালো সুদের হার দিয়েছে। এখানে ৭২.৫০% হারে রিটার্ন পাওয়া গেছে। ফলে, এটি একটি ভালো বিনিয়োগ করার জায়গা বলা যেতে পারে।
এছাড়াও ইনফরাস্ট্রাকচার বেসেড ফান্ডও ভালো রিটার্ন দিয়েছে। এখানে ৬১.৬৮% হারে সুদ মিলেছে। তাছাড়া এর মধ্যে মোট ১৮টি ফান্ড রয়েছে। এগুলি সবকটিই বেশ ভালো সুদ দিয়েছে।
এরপর আসা যাক ফার্মা এন্ড হেলথ কেয়ারের কথায়। এই মিউচুয়াল ফান্ডটি বিগত এক বছরের মধ্যে ভালো রিটার্ন দিয়েছে। এখানে ৫৭.১৩% হারে সুদ পাওয়া গেছে।
সেইসঙ্গে, বিগত এক বছরের মধ্যে মিড ক্যাপ ফান্ডও বেশ ভালো রিটার্ন দিয়েছে। এখানে ৫৩.১৩% হারে সুদ মিলেছে।
অন্যদিকে, বিগত এক বছরের মধ্যে কন্ট্রা ফান্ডও বেশ ভালো হারেই সুদ দিয়েছে। এখানে মিলেছে ৫২.০৩% হারে সুদ। আর এনার্জি এন্ড পাওয়ার ফান্ড বিগত এক বছরের মধ্যে সুদ দিয়েছে ৫১. ৭৮% হারে।
সবমিলিয়ে, এই কয়েকটি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) সুদের হার বেশ ভালোই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।