Stock Market Today: লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেল ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর। শুক্রবার, ট্রেডিং সেশনে রীতিমতো দাপট দেখাল এই স্টক। বোম্বে স্টক এক্সচেঞ্জে ৮.৭% বৃদ্ধি পেয়ে এই টেলিকম সংস্থার শেয়ার দর গিয়ে পৌঁছেছে ১২.৫১ টাকাতে।
Stock Market Today: সকাল থেকে ভালো খারাপ মিশিয়ে চলছে স্টক মার্কেট। বাজার নিম্নমুখী অনেকটাই (share market today)। যেমন রিয়েল এস্টেট শেয়ারের পতন দেখা গেল শুক্রবার সকালে। সেইসঙ্গে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাবও এসে পড়েছে সেনসেক্স এবং নিফটি ৫০-র উপর। মার্কিন বাণিজ্য সচিব জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি। তাই এখনও পর্যন্ত, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি (stock market news live)।
লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেল ভোডাফোন-আইডিয়ার শেয়ার
অন্যদিকে, এইচডিএফসি ব্যাঙ্ক লার্জট্রেড, ১.৭২ কোটি শেয়ার মূল্যের ১,৬২৫ কোটি টাকা গড় দরে হাতবদল হয়েছে। ৯৪২ টাকা/শতাংশ। পাশাপাশি শুক্রবার, অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ লিমিটেড এবং ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট লিমিটেডের শেয়ারের দাম কমেছে। কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ভারত কোকিং কোল লিমিটেডের ১,০৭১ কোটি টাকার আইপিও প্রথম ২০ মিনিটের মধ্যেই খুচরা বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত অংশটি সম্পূর্ণরূপে সাবস্ক্রাইব করা হয়ে গেছে।
অপরদিকে, লাফিয়ে অনেকটাই বৃদ্ধি পেল ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর। শুক্রবার, ট্রেডিং সেশনে রীতিমতো দাপট দেখাল এই স্টক। বোম্বে স্টক এক্সচেঞ্জে ৮.৭% বৃদ্ধি পেয়ে এই টেলিকম সংস্থার শেয়ার দর গিয়ে পৌঁছেছে ১২.৫১ টাকাতে।
পয়েন্ট অনেকটাই কমেছে সেনসেক্স এবং নিফটি৫০-র
তবে IEX-এর শেয়ার হ্রাস পেয়েছে। টাটা পাওয়ার গ্রেটার নয়ডায় ১,০০০ এমভিএ ট্রান্সমিশনের ক্ষমতা সহ ৪০০/২২০ কেভি ট্রান্সমিশন লাইন এবং সাবস্টেশন চালু করেছে। কিন্তু ভোডাফোন-আইডিয়ার শেয়ার দর বৃদ্ধি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়, শেয়ারের দাম ছিল ১১.৫০ টাকা।
শুক্রবার, বাজার খুলতেই এই সংস্থার শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে হয় ১২.৫১ টাকা। তবে সকালে থেকেই পয়েন্ট অনেকটাই কমেছে সেনসেক্স এবং নিফটি৫০-র।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


