Taj hotel: টাটা গোষ্ঠীর অন্তর্গত তাজ গ্রুপ মার্কিন মুলুকে হোটেল বিক্রি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী দ্য়া পিয়েরে হোটেলের বোর্ড বিক্রির জন্য়র চূড়ান্ত আলোচনা হয়েছে।
বড় সিদ্ধান্ত নিতে চলেছে টাটা গ্রুপ। এবার তারা বিক্রি করে দিতে পারে টাটার তাজ হোটেল চেইন-এর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বিলাসবহুল হোটেল দ্যা পিয়েরে। প্রায় ২ লক্ষ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করার পরিকল্পনা করছে। ভারতীয় মূল প্রায় ১৭ হাজার ৬২৮ কোটি টাকা।
ব্রানাইয়ের সুলতান হাসানাল বালকিয়া ও সৌদির ব্যবসায়ী এসাম খাশোগির হাতেই যেতে পারে টাটাদের এই বিখ্য়াত হোটেলটি। যদিও এখনও কথাবার্তা পাকা হয়নি। যদি এই বিক্রির চুক্তি হয় তাহলে প্রায় ২০ বছর পরে তাজের আইকনিক হোটেলের দায়িত্ব ছেড়়ে দেবে টাটারা। টাটারা যদি দ্যা পিয়েরে হোটেলটি ছেড়ে দেয় তাহলে তাদের হাতে মার্কিন মুলুকে মাত্র একটি হোটেল থাকবে। সেটি হল সান ফ্রান্সিসকোতে তাজ ক্যাম্পটন প্লেস।
টাটা গোষ্ঠীর অন্তর্গত তাজ গ্রুপ মার্কিন মুলুকে হোটেল বিক্রি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী দ্য়া পিয়েরে হোটেলের বোর্ড বিক্রির জন্য়র চূড়ান্ত আলোচনা হয়েছে। চুক্তিটি চূড়ান্ত হোটেলের ব্যবস্থাপনা সুলতান হাসানাল বলকিয়ার মালিকানাধীন বিলাসবহুল চেইন ডরচেস্টার কালেকশনের কাছে স্থানান্তরিত হতে পারে। এমাস খাশোগি হোটেল কিনতে পারেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
তাজ হোটেলের হাত বদল
২০০৫ সালে তাজ দ্য পিয়েরে হোটেল অধিগ্রহণ করে। এটি উত্তর আমেরিকারহ সবথেকে এক্সক্লুসিভ হোটেল। ২০০৯ সালে এির সংস্কার করা হয় ১০০ মিলিয়ন ডলারে। হোটেলটিতে ১৮৯টি কক্ষ, একটি রেস্তোরা ও বিলাসবহুল অ্য়াপর্টমেন্ট রয়েছে।
অ্যাপর্টমেন্টের মালিকরাও শেয়ারহোল্ডার
হোটেলে বসবাসকারী অ্য়াপার্টমেন্টের মালিকরাও শেয়ারহোল্ডার, যার মধ্যে রয়েছে মার্কিন বাণিজ্য সচিব ও প্রাক্তন ট্রাম্প প্রশাসনের হাওয়ার্ড লুটনিক, জর্ডনের রাজকুমারী ফিরিয়াল, ফ্যাশন ডিজাইনার টরি বার্চ, প্রাক্তন ডিজনি প্রধান মাইকেল আইজনার।
৮২ কোটি টাকার ক্ষতি
দ্য পিয়েরে হোটেল ও সান ফ্রান্সিসকোর তাজ ক্যাম্পটন প্লেস দুটোই টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড-এর ১০০% সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড ওভারসিজ হোল্ডিংস এর অধীনে পড়ে। রিপোর্ট অনুযায়ী চলতি বছর ২৩২৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। কিন্তু লোকসান হয়েছে ৮২ কোটি টাকা।


