- Home
- Business News
- Other Business
- স্লিপারের টিকিটেই ভ্রমণ করতে পারবেন এসি বগিতে! আইআরসিটিসির এই নিয়মের কথা জানেন কী
স্লিপারের টিকিটেই ভ্রমণ করতে পারবেন এসি বগিতে! আইআরসিটিসির এই নিয়মের কথা জানেন কী
- FB
- TW
- Linkdin
ভারতীয় রেলে তিন ধরনের কোচ রয়েছে। সেগুলি হল, জেনারেল, স্লিপার ও AC বা শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। জেনারেল কোচে কোনও আসন বুকিং করা যায় না। বাকি দু’টি কোচে আসন বুকিংয়ের সুযোগ রয়েছে।
AC কোচের সিটের ভাড়া সবচেয়ে বেশি। ফলে অনেক সময় এই কামরার কিছু আসন ফাঁকা পড়ে থাকে। তখনই লোকসান এড়াতে স্লিপার ক্লাসের যাত্রীদের মধ্যে সেই সিট বিলি করে যাতে IRCTC।
তা পেতে গেলে কী করতে হবে জানেন। আসন্ন দোল উৎসব বা হোলিতে IRCTC-র এই বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা। তবে তার জন্য জানতে হবে বুকিংয়ের বিশেষ কৌশল।
দূরপাল্লার ট্রেনে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে ‘অটো ক্লাস অপগ্রেডেশন’ নামের একটি ফিচার নিয়ে এসেছে IRCTC। বুকিংয়ের সময় এই ফিচার সিলেক্ট করা থাকলে স্লিপার ক্লাসের টিকিটেই শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ওঠার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট irctc.co.in-এ লগ ইন করে অনলাইনে টিকিট কাটতে পারেন যাত্রীরা।
যাত্রীদের অনেকেরই প্রশ্ন এভাবে টিকিট আপগ্রেড করলে অতিরিক্তি চার্জ দিতে হবে কিনা? IRCTC-র তরফে জানানো হয়েছে, এতে কোনও নতুন চার্জ লাগবে না। তবে এই সুবিধা শুধু মাত্র থার্ড ক্লাস AC-তেই মিলবে। ফার্স্ট বা সেকেন্ড ক্লাস AC-তে তা পাওয়া যাবে না।
এই ধরনের ক্ষেত্রে একদিনে যেমন যাত্রীদের সুবিধা হচ্ছে, অপরদিকে তেমনি লাভের মুখ দেখতে পাচ্ছে কোম্পানি। স্লিপার ক্লাসের যাত্রী AC কামরায় চলে গেলে সেই সিটের টিকিট বিক্রি করে থাকে IRCTC। AC-তে ভর্তি না আসনের লোকসান এভাবে পূরণ করে এই সংস্থা।