- Home
- Business News
- Other Business
- মাত্র ২৭ বছরেই কোটি কোটি টাকার মালিক পার্ল কাপুর, নতুন এই ব্যবসায়ী টক্কর দিচ্ছে আদানি-অম্বানিদের
মাত্র ২৭ বছরেই কোটি কোটি টাকার মালিক পার্ল কাপুর, নতুন এই ব্যবসায়ী টক্কর দিচ্ছে আদানি-অম্বানিদের
- FB
- TW
- Linkdin
তরুণ কোটি কোটি-পতি
গৌতম অম্বানি বা মুকেশ আদানির মত কোটিপতি ব্যবসায়ীদের তালিকায় আরও একটি নতুন নাম পার্ল কাপুর। মাত্র ২৭ বছরেই কোটিপতিদের আলোচনায় নাম তুলে ফেলেছেন তিনি।
পার্ল কাপুর
স্টার্টআপ সংস্থা Zyber 365 সিইও। মাত্র তিন মাসেই ১ বিলিয়নেরও বেশি টাকার মালিক তিনি।
লন্ডনে সদর দফতর
গুজরাটের আমেদাবাদের সংস্থা। লন্ডনে ইতিমধ্যেই দফতর তৈরি করেছে এই সংস্থা। এশিয়ার দ্রুততম বেড়ে ওঠা ইউনিকর্নগুলির মধ্যে অন্যতম Zyber 365।
সংস্থায় সম্পত্তি
Zyber 365 -র সিইওর সম্পত্তি ১.২ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় ৯হাজার ৮৪০ কোটি টাকা।
প্রতিষ্ঠাতা সদস্য পার্ল কাপুর
Zyber 365 এর প্রতিষ্ঠাতা সদস্য পার্ল কাপুর। কোম্পানির ৯০ শতাংশ শেয়ার রয়েছে তাঁর নামে। তাঁর সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন, ভারতীয় মুদ্রায় ৯ হাজার ১২৯ কোটি টাকা।
পার্ল কাপুরের প়ড়াশুনা
পার্ল কাপুর লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে । ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংএমএসসি করেন। । Web3 প্রযুক্তির ক্ষেত্রে একজন উদ্ভাবক হিসেবেও তাঁর কাজ স্বীকৃত।
ব্যবসার আগের কাজ
Zyber 365 সংস্থা তৈরি আগে পার্ল কাপুর এএমপিএম স্টোরের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেছে। অ্যান্টিয়ার সলিউশনের ব্যবসায়িক উপদেষ্টা ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিলিয়ন পে টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে যোগ দিয়েছিলেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
পার্ল কাপুর এমন একটি ভবিষ্যৎ কল্পনা করেন যেখানে ব্লকচেইন, এআই এবং সাইবার নিরাপত্তার মতো ঘাত-প্রতিঘাতের প্রযুক্তির সমষ্টি, টেকসই অনুশীলনের সাথে একত্রিত করে, এমন একটি সমাধান তৈরি করে যা জনসাধারণকে ক্ষমতায়ন করে এবং যাকে তিনি গ্লোবালাইজেশন 3.0 বলে অভিহিত করেন।
পার্ল কপুরের বিনিয়োগ
Zyber 365 নিজের তহবিলে ১০- মিলিয়ন ডলার সুরক্ষিত করে রেখেছে। কৃষি-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে এই সংস্থা।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয়
পার্ল কাপুর সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। নানা মুডে তাঁর ছবি রয়েছে তারই সোশ্যাল মিডিয়ায়।