- Home
- Business News
- Other Business
- ১ অক্টোবর থেকে বিরাট বদল, টাকা জমা থেকে শুরু করে ন্যূনতম ব্যালেন্সের নিয়মে আসছে বিরাট বদল
১ অক্টোবর থেকে বিরাট বদল, টাকা জমা থেকে শুরু করে ন্যূনতম ব্যালেন্সের নিয়মে আসছে বিরাট বদল
১ অক্টোবর থেকে ব্যাঙ্কিং লেনদেনে বড় পরিবর্তন আসছে। নগদ জমা, গড় মাসিক ব্যালেন্স, নন-মেন্টেন্যান্স জরিমানা এবং ডেবিট কার্ড চার্জের নিয়মে আসছে বদল। ইয়েস ব্যাঙ্ক তার মার্চেন্ট ইজি এবং মার্চেন্ট প্রাইম কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য আসছে বদল।

বিরাট বদল আসছে ব্যাঙ্কিং সেক্টরে। টাকা জমা থেকে শুরু করে ন্যূনতম ব্যালেন্সের নিয়মে আসছে বদল। ১ অক্টোবর থেকে বিরাট বদল হতে চলেছে টাকা সঞ্চয়ের নিয়মে। এই পরিবর্তন নগদ জমা, গড় মাসিক ব্যালেন্স, নন-মেন্টেন্যান্স জরিমানা এবং ডেবিট কার্ড চার্জের ওপর প্রভাব ফেলতে চলেছে।
ব্যাঙ্ক তার মার্চেন্ট ইজি এবং মার্চেন্ট প্রাইম কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ফি এবং চার্জ কাঠামোতে আনতে চলেছে পরিবর্তন। নতুন নিয়মে মার্চেন্ট ইজি অ্যাকাউন্ট আগের মাসের গড় মাসিক ব্যালেন্সের ১২ গুণ পর্যন্ত বিনামূল্যে নগদ জমা দিতে হবে। তবে সর্বোচ্চ ১.৫ কোটি টাকা পর্যন্ত করে দিয়েছে। তেমনই মার্চেন্ট প্রাইম অ্যাকাউন্টে আসছে বদল। আগের মাসের AMB-র ১৫ গুণ পর্যন্ত বিনামূল্যে নগদ জমা, সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত।
এবার থেকে সীমার বেশি নগদ জমা দেওয়ার জন্য, প্রতি ১০০০ টাকার জন্য ৪ টাকা চার্জ প্রযোজ্য হবে। তেমনই ৫০ টাকা এবং তার কম মূল্যের নোট জমা করার জন্য ১০ হাজার টাকার বেশি পরিমাণের ওপর ২ শতাংশ চার্জ ধার্য করা হবে। তেমনই এবার কয়েনের জমার সীমা প্রতি মাসে হাজার টাকা। এরপর ৫ শতাংশ ফি নেওয়া হবে।
এই পরিবর্তন আনতে চলেছে ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক তার মার্চেন্ট ইজি এবং মার্চেন্ট প্রাইম কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ফি এবং চার্জ কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়ম।
তেমনই এবার থেকে ইয়েস ব্যাঙ্কের মধ্যে আরটিজিএস, এনইএফটি এবং তহবিল স্থানান্তর সম্পূর্ণ বিনামূল্যে হবে। IMPS-র ক্ষেত্রে মাসের প্রথম ৫টি লেনদেন বিনামূল্যে, তারপরে পরিমাণের ওপর নির্ভর করে ২.৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত চার্জ করা হবে। তেমনই চেকবইয়ের ক্ষেত্রে ১০০ পৃষ্ঠা পর্যন্ত বিনামূল্যে, তারপর প্রতি পৃষ্ঠায় ২ টাকা। তেমনই ইয়েস ব্যাঙ্কের শাখাগুলোতে ডিমান্ড ড্রাফট বিনামূল্যে। এমনই একাধিক পরিবর্তন আসছে ইয়েস ব্যাঙ্ক।

