সংক্ষিপ্ত
এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় হল এসআইপি (SIP) বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা জমা করতে হয় SIP-তে, তার বদলে মিলতে পারে মোটা রিটার্ন। সেটা অবশ্য নির্ভর করছে, আপনি কোন ফান্ডে ইনভেস্ট করছেন তার উপরে। কিন্তু সেক্ষেত্রে পড়াশোনা জরুরি। বর্তমানে বেশ কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলি কম সময়ে বিনিয়োগকারীদের বিশাল রিটার্ন দিচ্ছে।
SIP-তে ২ বছরে ডবল টাকা? হ্যাঁ, একটি ফান্ড আবার মাত্র ২ বছরের মধ্যে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করে দিয়েছে বলে রিপোর্ট। প্রতি মাসে যারা ঐ ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করেছেন, তারা ২ বছরে ৪.৩৬ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন। বরোদা বিএনপি পরিবাস মিউচুয়াল ফান্ড (Baroda BNP Paribas Multi Asset Fund) বিনিয়োগকারীদের কম সময়ে এই মোটা রিটার্ন দিতে সক্ষম হয়েছে।
গত ৩০ নভেম্বর, এই ফান্ডের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ১.১৯ লক্ষ কোটি টাকা। কিন্তু ২৬ ডিসেম্বর, সেই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১.৪৪ লক্ষ কোটি টাকায। ওদিকে গত ১৯ ডিসেম্বর, এই ফান্ড ২ বছর সম্পূর্ণ করেছে। তবে এত কম সময়ের মধ্যেই ২০%-এর ব্যবধানে আউটপারফর্ম করেছে এই ফান্ডটি।
বিনিয়োগকারীরা এই ২ বছর সময়ের মধ্যে পেয়েছেন মোট ১৮.৯১% রিটার্ন। বরোদা বিএনপি পরিবাস মিউচুয়াল ফান্ডের ৬৯.৪৯% ইকুইটিতে, ১৪.৮৮% সোনাতে, ১৪.৭৩% ডেট ফান্ডে এবং ১.২৩% রিয়েল এস্টেটে সেক্টরে বিনিয়োগ করা আছে।
এছাড়াও এই ফান্ডের বিনিয়োগও রয়েছে বেশকিছু বড় সংস্থায়। ফান্ডের ১.২৬-২.১০% বিনিয়োগ রয়েছে টাটা ক্যাপিটাল হাউজিং ফিনান্স, আরইসি লিমিটেড এবং পাওয়ার ফিনান্স কর্পোরেশন সহ একাধিক নামজাদা সংস্থায়। ভ্যালু রিসার্চ ডেটা বলছে, বরোদা বিএনপি পরিবাস মাল্টি অ্যাসেট ফান্ডের এক্সপেন্স রেশিও ০.৯০%।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।