- Home
- Business News
- Other Business
- বাজেটে বিশেষ ঘোষণা, দেশের এক কোটি নাগরিককে আয়কর দিতে হবে না, আপনিও কি এই তালিকায় আছেন?
বাজেটে বিশেষ ঘোষণা, দেশের এক কোটি নাগরিককে আয়কর দিতে হবে না, আপনিও কি এই তালিকায় আছেন?
কেন্দ্রীয় বাজেটে কর্মচারী এবং মধ্যবিত্তদের জন্য বড় ধরনের স্বস্তি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় দেশের বড় অংশের মানুষ স্বস্তি পেয়েছেন।
- FB
- TW
- Linkdin
)
শনিবার কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর
শনিবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিশেষ ঘোষণা করেছেন। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু স্বস্তিদায়ক পদক্ষেপ নেওয়া হয়েছে, কর ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। কর্মচারী এবং মধ্যবিত্তদের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে এই ঘোষণা করা হয়েছে। নতুন কর ব্যবস্থা অনুযায়ী, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না
এই নতুন কর ব্যবস্থার ফলে এক কোটিরও বেশি মানুষ আয়করের বোঝা থেকে মুক্তি পাবে। বাজেট ভাষণের পর সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বাজেটে আয়কর স্ল্যাব সংশোধনের মাধ্যমে জনগণের হাতে পর্যাপ্ত অর্থ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন ৮ লক্ষ টাকা আয়ের উপর ৩০ হাজার টাকা কর দিতে হত।
নতুন কর ব্যবস্থার ফলে দেশের এক কোটিরও বেশি মানুষকে আয়কর দিতে হবে না
এখন আর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। অন্যান্য স্ল্যাবে থাকা ব্যক্তিরাও স্বস্তি পাবেন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় বাড়ানোর ফলে এক কোটিরও বেশি মানুষকে কোনও কর দিতে হবে না বলে জানিয়েছেন নির্মলা সীতারমন।
সারা দেশের বিভিন্ন অংশের মানুষের কথা ভেবেই বাজেটে বরাদ্দ করা হয়েছে
অর্থনীতির প্রতিটি দিক স্পর্শ করে বাজেট তৈরি করা হয়েছে। খরচ করা প্রতিটি টাকার ব্যাপারে খুবই বিচক্ষণতার সাথে কাজ করা হয়েছে। কৃষিক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে। বীজ থেকে বাজার পর্যন্ত সব ধরনের পরিবর্তন আনা হবে। ঋণ, বিনিয়োগ সহায়তা, নতুন জাত উদ্ভাবন - এভাবেই কৃষকদের সহায়তা করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ব্যাংক ঋণের সুবিধা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।