- Home
- Business News
- Other Business
- Budget 2025: পোস্ট অফিসে রূপ বদল, জেনে নিন নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন কারা
Budget 2025: পোস্ট অফিসে রূপ বদল, জেনে নিন নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন কারা
কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ পোস্ট অফিসকে বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করার ঘোষণা। কর ছাড়, বিভিন্ন জিনিসের দাম কমার সুবিধা ঘোষণা।
- FB
- TW
- Linkdin
)
আজ শনিবার নির্মলা সীতারমন পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৫।
বাজেটে দেশবাসীর জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। কর ছাড় থেকে শুরু করে কমেছে বিভিন্ন জিনিসের দাম।
চামড়ার জিনিস, বৈদ্যুতিক গাড়ি ও বরফ জাত মাছের দাম কমল। দেশীয় পোশাকের দাম কমল।
তেমনই শনিবার বাজেট পেশের সময় সীতারমন পোস্ট অফিস নিয়ে নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। যা দ্বারা উপকৃত হতে চলেছেন বহু মানুষ।
অর্থমন্ত্রী বলেন, ভারতীয় পোস্টকে বৃহৎ রাষ্ট্রায়ত্ত লজিস্টিক সংস্থায় পরিণত করা হবে। গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ১.৫ লক্ষ গ্রামীণ পোস্ট অফিস।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বকর্মা, নয়া ব্যবসায়ী, মহিলা, স্বনির্ভর গোষ্ঠী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা ও বৃহৎ ব্যবসায়িক সংস্থা লাভবান হবে।
সব মিলিয়ে পোস্ট অফিসে এই পরিবর্তন আসলে উপকৃত হবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
এবছর আয়করে বিশাল পরিবর্তন আনা হয়েছে। ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য আয়কর দিতে হবে।
৪ লক্ষ থেকে ৮ লক্ষ- ৫ শতাংশ।
৮ লক্ষ থেকে ১২ লক্ষ- ১০ শতাংশ।
১২ লক্ষ থেকে ১৬ লক্ষ- ১৫ শতাংশ।
১৬ লক্ষ থেকে ২০ লক্ষ- ২০ শতাংশ।
২০ লক্ষ থেকে ২৪ লক্ষ- ২৫ শতাংশ
২৪ লক্ষ ও তার বেশি হলে ৩০ শতাংশ