এপ্রিল থেকেই বাড়ছে বেতন, সরকারি-বেসরকারি কর্মীদের জন্য 'আচ্ছে দিন'
বেতনভোগীদের জন্য কেন্দ্রীয় সরকার সুখবর দিয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীদের কর থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি কর্মীদের বেতনের উপর কেমন প্রভাব ফেলবে, আসুন জেনে নিই।

এবারের বাজেটে আয়কর ব্যবস্থায় বিরাট পরিবর্তন আনা হয়েছে, ১২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়
শনিবার কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের বাজেটে আয়কর ব্যবস্থায় পরিবর্তন এনেছে। নতুন আয়কর ব্যবস্থায় ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কর অব্যাহতি থাকবে। কর্মীদের জন্য ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন চালু করা হয়েছে। ফলে করমুক্ত আয় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বেড়ে যাবে।
চলতি বছরের এপ্রিল থেকেই সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের বেতন বাড়ছে
নতুন কর ব্যবস্থায় প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার বেশি বেতন পাওয়া কর্মীদেরও কর দিতে হবে না। পরোক্ষভাবে কর্মীদের বেতন বাড়বে। কর অব্যাহতির ফলে আয় নেট বেতনে যোগ হবে। এপ্রিল থেকে সরকারি ও বেসরকারি কর্মীদের বেতন বাড়বে।
সরাসরি বেতন বাড়ার পাশাপাশি আয়কর ছাড় পাওয়ায় কর্মীদের আয় বাড়তে চলেছে
যেমন, যদি কারও মাসিক বেতন ১ লক্ষ টাকা হয়, তাহলে বছরে ৮০ হাজার টাকা ব্যয় সাশ্রয় হবে। প্রায় ৬৫০০ টাকা বেতন বাড়বে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। অর্থনীতিবিদদের মতে, এই পদক্ষেপ অর্থনীতিকে শক্তিশালী করবে।
বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় পাওয়ায় বহু মানুষের সুবিধা হবে
বার্ষিক আয় ১২.৭৫ লক্ষ টাকার বেশি হলে, রিবেট প্রযোজ্য হবে না। তবে নতুন কর ব্যবস্থায় ১২ লক্ষ টাকার বেশি আয়ের উপরও কর সাশ্রয় হবে। ১৩ লক্ষ টাকা বেতনে ২৫ হাজার, ১৪ লক্ষ টাকা বেতনে ৩০ হাজার, ১৫ লক্ষ টাকা বেতনে ৩৫ হাজার, ১৬ লক্ষ টাকা বেতনে ৫০ হাজার, ১৭ লক্ষ টাকা বেতনে ৬০ হাজার, ১৮ লক্ষ টাকা বেতনে ৭০ হাজার, ১৯ লক্ষ টাকা বেতনে ৮০ হাজার, ২০ লক্ষ টাকা বেতনে ২১ লক্ষ, ২২ লক্ষ টাকা বেতনে ১ লক্ষ, ২৩ লক্ষ টাকা বেতনে ১.০৫ লক্ষ, ২৪ লক্ষ টাকা বেতনে ১.১০ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।