- Home
- Business News
- Other Business
- এখন থেকে বাড়িতে বসেই তুলুন ক্যাশ টাকা, আর নেই ব্যাঙ্ক কিংবা এটিএমে দৌড়ঝাঁপ
এখন থেকে বাড়িতে বসেই তুলুন ক্যাশ টাকা, আর নেই ব্যাঙ্ক কিংবা এটিএমে দৌড়ঝাঁপ
| Published : Nov 04 2024, 01:37 AM IST
এখন থেকে বাড়িতে বসেই তুলুন ক্যাশ টাকা, আর নেই ব্যাঙ্ক কিংবা এটিএমে দৌড়ঝাঁপ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
হঠাৎ টাকার দরকার হলে,
ব্যাংক বা এটিএম-এ যাওয়ার সময় নাও থাকতে পারে।
210
চিন্তার কিছু নেই
ডাক বিভাগ আধার এটিএম নামে একটি নতুন পরিষেবা চালু করেছে।
310
এর মাধ্যমে বাড়িতে বসেই টাকা তোলা যাবে
ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক জানিয়েছে, হঠাৎ টাকার দরকার হলে, ব্যাংকে যাওয়ার সময় না থাকলে চিন্তার কিছু নেই।
410
এখন আপনি আধার এটিএম (AePS) পরিষেবা ব্যবহার করে বাড়িতে বসেই টাকা তুলতে পারবেন
পোস্টমাস্টার আপনাকে সাহায্য করবেন।
510
আধার ভিত্তিক পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে, বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে টাকা তোলা যাবে
অথবা আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যাবে।
610
গ্রাহকরা এটিএম বা ব্যাংকে না গিয়ে AePS ব্যবহার করে অল্প পরিমাণ টাকা তুলতে পারবেন
এটি আপনার সময় বাঁচাবে। এই পরিষেবা ব্যবহার করতে, আপনার আধার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কযুক্ত থাকতে হবে।
710
AePS পদ্ধতি ব্যবহার করে বাড়ি থেকে টাকা তোলা যাবে
আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তাও জানা যাবে।
810
এই পরিষেবার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণীও পাওয়া যাবে
এছাড়াও, অন্য ব্যাংকে টাকা পাঠানো যাবে।
910
এই পরিষেবার জন্য আপনাকে কোনও চার্জ দিতে হবে না
তবে বাড়িতে আসা-যাওয়ার জন্য চার্জ দিতে হবে।
1010
আধার এটিএম ব্যবহার করতে, আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে
বায়োমেট্রিক সনাক্তকরণও প্রয়োজন।