সংক্ষিপ্ত

  • করোনার ফলে মৃত্যু সেনকো গোল্ডের কর্ণধার
  • বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি
  • গত দশদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি
  • গতকাল হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর
     

করোনার ফলে মৃত্যু সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেন এর। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি| গতকাল মৃত্যু হয় সেনকো গোল্ডের কর্ণধার শঙ্কর সেন-এর। গত দশদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে গতকাল হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। 

শঙ্কর সেন-এর হাত ধরেই বিশ্বের দরবারে পৌঁছেছিল সেনকো। বাঙালী একজন স্বর্ণ ব্যবসায়ী তাঁর সংস্থাকে পরিণত করেছিল এক আন্তর্জাতিক ব্র্যান্ডে। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে বাবার থেকে উত্তরাধীকারসূত্রে কলকাতার মাত্র তিনটি দোকানের মালিক হিসেবে এই ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে ব্যবসার প্রসারিত করে বর্তমানে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর সারা দেশ জুড়ে ১০০-এরও বেশি শোরুম রয়েছে।

একজন প্রতিষ্ঠিত, গতিশীল ব্যবসায়ী অদম্য উৎসাহ হারিয়ে গেল মহামারির অন্ধকারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। করোনার জন্য বহু সরকারি ও বেসরকারি সংস্থাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে মহামারীর বিরুদ্ধে লড়াই করা ডাক্তার, নার্সদের সম্মানিত করেছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সেই করোনাই কেড়ে নিল রাজ্য তথা দেশের জনপ্রিয় শিল্পোদ্যোগীর প্রাণ।