সংক্ষিপ্ত

  • এই প্রথম টানা চারদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম
  •  জুন মাসের ১০ তারিখ থেক আজকের দিন পর্যন্ত কোনও ওঠানামা হয়নি সোনার দামে
  • ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,২৫০ টাকা
  • গত চার দিনে দাম  না বাড়ায় সাধারণ মানুষের ভিড় জমেছে সোনার দোকানে

অগ্নিমূল্য  বাজারে সোনার দাম  একদিকে কমছে তো অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে। লকডাউনের মধ্যে সোনার বাজারে ফের চমক। সামনেই বিয়ের মরশুম। তবে বিয়ের মরশুমে বেশ সস্তার দিকেই রয়েছে সোনার দাম। কয়েকদিন ধরে ওঠা নামার পর এখন স্বাভাবিক রয়েছে সোনার দাম। একটানা  চারদিন ধরে সোনার দামের কোন হেরফের হয়নি। বরং এই প্রথম টানা চারদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম।

 

জুন মাসের শুরুতেই একধাক্কায় কমেছিল সোনার দাম। আতঙ্কের মধ্যেও মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে এই সোনার দাম। একটানা তিন দিন ধরেই ভারতের বাজারে একই রয়েছে সোনার দাম।  দেশের সমস্ত মেট্রো শহর সহ কলকাতাতেও ফের সস্তা হয়েছে সোনা। জুন মাসের ১০ তারিখ থেক আজকের দিন পর্যন্ত কোনও ওঠানামা হয়নি সোনার দামে। যার ফলে সোনার ব্যবসায়ীরা খানিকটা চিন্তামুক্ত হয়েছে।

 


এমসিএক্স সূচক পতনের জেরেই দাম কমেছে সোনার। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,২৫০ টাকা। যা ১০ তারিখও একই ছিল। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৭৫০ টাকা। তবে শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট সোনার দামও একই ছিল ১০ তারিখে। সোনার পাশাপাশি রূপোর দামও অনেকটাই কমেছে। গত চার দিনে দাম  না বাড়ায় সাধারণ মানুষেরও ভিড় জমেছে সোনার দোকানে। সামনেই যারা বিয়ে করতে চলেছেন তাদের তো সোনায় সোহাগা ব্যাপার। বিয়ের মরশুমে যদি সোনার দাম কমে এতে আখেরে অনেকটাই লাভ হবে মধ্যবিওদের। একটানা ৪ দিন ধরেই ক্রেতা , বিক্রেতা সকলের জন্যই খুশির খবর শোনাচ্ছে সোনার বাজার।