সংক্ষিপ্ত
ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবার বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। ফোব্রসের নতুন তালিকা তিনি ধনপতিদের দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন বার্নার্ড আর্নল্টকে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিনাণ ১৫৫.৫ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় ১২.১৩ লক্ষ কোটি টাকা।
ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবার বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। ফোব্রসের নতুন তালিকা তিনি ধনপতিদের দৌড়ে পিছনে ফেলে দিয়েছেন বার্নার্ড আর্নল্টকে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদের পরিনাণ ১৫৫.৫ বিলিয়ন। ভারতীয় মুদ্রায় ১২.১৩ লক্ষ কোটি টাকা। তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৩.৪৯ শতাংশেরও বেশি। বিশ্বের প্রথম ১০ ধনকুবেরের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। বর্তমান ভারতে আদানিদের মূল প্রতিপক্ষ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ারদের তালিকা প্রকাশ করেছে শুক্রবার। প্রথম দিকেই রয়েছে আদানি ও তাঁর পরিবারের নাম। তাঁর পরিবারের মোট সম্পদ ১৫৫.৪ বিলিয়ন ডলার। আগে দ্বিতীয় স্থানে ছিল আর্নস্ট। তাদের সম্পত্তির পরিমাণ ছিল ১৫৫.২ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকা অনুসারে বর্তমানে স্পেশএক্স ও টেসলার সিউও ইলন মাস্ক রয়েছেন বিশ্বের প্রথম ধনকুবের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আদানিজের থেকেই অনেকটাই বেশি। ২৭৩.৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিকানা নিয়ে তিনি রয়েছেন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে আদানিরা। তৃতীয় স্থানে রয়েছে আর্নল্ট । চতুর্থ স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯.৭ বিলিয়ন মার্কিন ডলার।
আদানিদের থেকে বর্তমানে অনেকটাই পিছনে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। তবে তিনিও রয়েছেন সেরা ১০ ধন কুবেরের তালিকায়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯২.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব ধনকুবেরদের তালিকায় তিনি রয়েছে অষ্টম স্থানে। মাইক্রোসফলের প্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পত্তির পরিমাণ ১০৫.৩ বিলিয়ন, ল্যারি এলিসনের সম্পত্তির পরিমাণ ৯৮ বিলিয়ন ডলার। তাঁর পরে রয়েছেন প্রবীন ওয়ালস্ট্রিট বিনিয়োগকারী ওয়ারেন বুফে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৬.৫ বিলিয়ন ডলার।
বর্তমান ভারতে সবথেকে ধনী গৌতম আদানি। দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি। বিশ্বের ধনীর তালিকায় গৌতম আদানির সামনে রয়েছে একমাত্র টেসলার মালিক এলন মাস্ক। তিনি বর্তমান বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট টুইটার কেনা নিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। তবে সম্প্রতি এলন মাস্ক প্রায় ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার লাভ করেছেন।