সংক্ষিপ্ত

-বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে৷ ফলে স্বাভাবিক ভাবেই বাড়তে পারে সোনার চাহিদা৷ অনুমান করা হচ্ছে ২০১৯-এ কোভিড পরিস্থিতির পূর্ববর্তী সময়ের স্তরেও পৌঁছতে পারে সোনার বিক্রি৷ কারণ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,০০০-৪৭০০০ টাকা

 

এবার দীপাবলির(Diwali) মরশুমে যেন উৎসবের ডবল ধামাকা দিওয়ালির ঠিক আগেই মহাসমারোহে পালিত হয় ধনতেরাস( Dhanteras 2021)উৎসবের থেকে কোনও অংশেই এর জৌলুস কম নয়ক্যালেন্ডার মতে চলতি বছরে ২ নভেম্বর, মঙ্গলবার ধনতেরাসঅর্থ্যাৎ দীপাবলির আগে আজই চারিদকে শুরু হয়ে গেছে উৎসবের আমেজআর ধনতেরাসের (Dhanteras 2021) শুভক্ষণে উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে সোনালি ধাতু, থুরি সোনাধনতেরসে (Dhanteras 2021) সোনা(Gold) কেনা শুভ মনে করা হয়৷ তাই বছরের এই সময়টাই প্রচুর মানুষ সোনা বা রুপো কিনে থাকেন৷ তবে করোনার জেরে পরিস্থিতি বেশ অনেকটাই বদলে গিয়েছে৷ তবে গত বছরের তুলনায় এবছর সোনার চাহিদা তুঙ্গে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সরাফা বাজারের সোনার ব্যবসায়ীরা ধনতেরসে( Dhanteras 2021) জোরদার বিক্রির অনুমান করছেন৷ কোভিড ১৯ এর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা যত ক্ষীন হচ্ছে ততই উৎসবের মরশুমে মজেছে মানুষ৷ এর পাশাপাশি বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে৷ ফলে স্বাভাবিক ভাবেই বাড়তে পারে সোনার চাহিদা৷ অনুমান করা হচ্ছে ২০১৯-এ কোভিড পরিস্থিতির পূর্ববর্তী সময়ের স্তরেও পৌঁছতে পারে সোনার বিক্রি৷ কারণ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার(Gold) দাম ৪৬,০০০-৪৭০০০ টাকা যা ২০২০-র তুলনায় প্রায় ৫ শতাংশ কম ৷

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি(All India Gems and Jewellery) ডোমেস্টিক কাউন্সিলের সভাপতি(Chairman) আশিষ পেটে(Ashish Pete) জানিয়েছেন, নবরাত্রীর পর থেকেই বাজারে সোনার চাহিদা বেড়েছে৷ চলতি বছরে মহামারি নিয়ন্ত্রণে থাকায় সোনার দাম কমে যাওয়ায় এবং বিয়ের সিজনের জেরে মানুষের মধ্যে ফের সোনা কেনার উৎসাহ বেড়েছে৷ গোটা বছরের ৪০ শতাংশ বিক্রি হয়েছে চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে

Dhanteras 2021: ধনতেরাসে গয়না কিনতে প্রয়োজন বিশেষ সতর্কতা, সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিল বিপণন সংস্থাগুলো

Gold price Drop- সোনার দামে পতন, দীপাবলি উৎসবের মুখে খুশির হাওয়া

Diwali Home Lone Offer- স্বপ্নের বাড়ি গড়তে চান, হোমলোনের সুদে মিলছে আকর্ষণীয় ছাড়

কার্তিক মাসের ত্রয়োদশীর দিন ভগবান ধন্বন্তরীর (Dhanteras 2021) জন্মৎসব পালন করা হয় ৷ পরিবার ও ব্যবসার সুখ ও সমৃদ্ধির জন্য ধনতেরসের (Dhanteras 2021) পুজো করা হয় ৷ ধনতেরসের দিন গয়না যেমন শুভ মনে করা হয় সোনা(Gold) কেনা সম্ভব না হলে অনেকে সোনার বদলে অন্য কোনও ধাতুর জিনিস কিনে থাকেন অনেকে আবার সোনা ও রুপোর কয়েনও কেনেনপকেট ভারি থাকলে ধনেতেরসের (Dhanteras 2021) শুভক্ষণে অনেকেই নতুন গাড়ি বা অন্যান্য জিনিসও কেনা পছন্দ করেন৷ এর পাশাপাশি এদিন ঝাঁটা ও নুন কেনাও শুভ মনে করা হয়৷

 

YouTube video player