-বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে৷ ফলে স্বাভাবিক ভাবেই বাড়তে পারে সোনার চাহিদা৷ অনুমান করা হচ্ছে ২০১৯-এ কোভিড পরিস্থিতির পূর্ববর্তী সময়ের স্তরেও পৌঁছতে পারে সোনার বিক্রি৷ কারণ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬,০০০-৪৭০০০ টাকা 

এবার দীপাবলির(Diwali) মরশুমে যেন উৎসবের ডবল ধামাকাদিওয়ালির ঠিক আগেই মহাসমারোহে পালিত হয় ধনতেরাস( Dhanteras 2021)উৎসবের থেকে কোনও অংশেই এর জৌলুস কম নয়ক্যালেন্ডার মতে চলতি বছরে ২ নভেম্বর, মঙ্গলবার ধনতেরাসঅর্থ্যাৎ দীপাবলির আগে আজই চারিদকে শুরু হয়ে গেছে উৎসবের আমেজআর ধনতেরাসের(Dhanteras 2021) শুভক্ষণে উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে সোনালি ধাতু, থুরি সোনাধনতেরসে (Dhanteras 2021) সোনা(Gold) কেনা শুভ মনে করা হয়৷ তাই বছরের এই সময়টাই প্রচুর মানুষ সোনা বা রুপো কিনে থাকেন৷ তবে করোনার জেরে পরিস্থিতি বেশ অনেকটাই বদলে গিয়েছে৷ তবে গত বছরের তুলনায় এবছর সোনার চাহিদা তুঙ্গে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সরাফা বাজারের সোনার ব্যবসায়ীরা ধনতেরসে( Dhanteras 2021) জোরদার বিক্রির অনুমান করছেন৷ কোভিড ১৯ এর তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা যত ক্ষীন হচ্ছে ততই উৎসবের মরশুমে মজেছে মানুষ৷ এর পাশাপাশি বর্তমানে সোনার দাম অনেকটাই কমেছে৷ ফলে স্বাভাবিক ভাবেই বাড়তে পারে সোনার চাহিদা৷অনুমান করা হচ্ছে ২০১৯-এ কোভিড পরিস্থিতির পূর্ববর্তী সময়ের স্তরেও পৌঁছতে পারে সোনার বিক্রি৷ কারণ বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার(Gold) দাম ৪৬,০০০-৪৭০০০ টাকা যা ২০২০-র তুলনায় প্রায় ৫ শতাংশ কম ৷

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি(All India Gems and Jewellery) ডোমেস্টিক কাউন্সিলের সভাপতি(Chairman) আশিষ পেটে(Ashish Pete) জানিয়েছেন, নবরাত্রীর পর থেকেই বাজারে সোনার চাহিদা বেড়েছে৷ চলতি বছরে মহামারি নিয়ন্ত্রণে থাকায়সোনার দাম কমে যাওয়ায় এবং বিয়ের সিজনের জেরে মানুষের মধ্যে ফের সোনা কেনার উৎসাহ বেড়েছে৷ গোটা বছরের ৪০ শতাংশ বিক্রি হয়েছে চলতি বছরে অক্টোবর-নভেম্বর মাসে

Dhanteras 2021: ধনতেরাসে গয়না কিনতে প্রয়োজন বিশেষ সতর্কতা, সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ নিল বিপণন সংস্থাগুলো

Gold price Drop- সোনার দামে পতন, দীপাবলি উৎসবের মুখে খুশির হাওয়া

Diwali Home Lone Offer- স্বপ্নের বাড়ি গড়তে চান, হোমলোনের সুদে মিলছে আকর্ষণীয় ছাড়

কার্তিক মাসের ত্রয়োদশীর দিন ভগবান ধন্বন্তরীর (Dhanteras 2021) জন্মৎসব পালন করা হয় ৷ পরিবার ও ব্যবসার সুখ ও সমৃদ্ধির জন্য ধনতেরসের (Dhanteras 2021) পুজো করা হয় ৷ ধনতেরসের দিন গয়না যেমন শুভ মনে করা হয়সোনা(Gold) কেনা সম্ভব না হলে অনেকে সোনার বদলে অন্য কোনও ধাতুর জিনিস কিনে থাকেনঅনেকে আবার সোনা ও রুপোর কয়েনও কেনেনপকেট ভারি থাকলে ধনেতেরসের(Dhanteras 2021)শুভক্ষণে অনেকেই নতুন গাড়ি বা অন্যান্য জিনিসও কেনা পছন্দ করেন৷ এর পাশাপাশি এদিন ঝাঁটা ও নুন কেনাও শুভ মনে করা হয়৷

YouTube video player