সংক্ষিপ্ত
গ্রাহকদের জন্যে বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে একটি বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে। তার নাম ভারত দর্শন ট্যুর প্যাকেজ। এই প্যাকেজে গোটা ভারত ভ্রমণের সুযোগ দেবে রেল। আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৯ দিন এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা।
নতুন বছরের গোড়া থেকেই ভারতীয় রেলের (Indian Railway) একের পর এক অভিনব উদ্যোগে রেল যাত্রীদের মুখে এখন চওড়া হাসি। রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রী পরিষেবায় বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল (Indian Railway)। সেই সঙ্গে ভারতীয় রেলের ডোর টু ডোর পণ্য পরিষেবাও (Door-to-Door Service)শুরুর পরিকল্পনা। সেই সঙ্গে রাতের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের বিশেষ সুরক্ষা দিতে কনভয় নাইট ফ্যালকন চালু করেছে। ভারতীয় রেলের এই একগুচ্ছ সুবিধার মধ্যে রয়েছে একটি বিশেষ ট্যুর প্যাকেজ। হ্যাঁ, গ্রাহকদের জন্যে বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন ( Indian Railway Catering and Tourism Corporation) বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম ভারত দর্শন ট্যুর প্যাকেজ (Bharat Darshan Tour Package)। আগামী ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৯ দিন এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবে গ্রাহকরা।
ভারতীয় রেল সুত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে একটি ভারত দর্শন টুরিস্ট ট্রেন ( Bharat Darshan Tourist Train) চালানো হবে। আর ট্রেনে করেই ভারত দর্শন ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে ভারতের ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবে। সেই সঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে। এবার জেনে নেওয়া যাক এই নতুন ট্রেনের রুট ম্যাপটা ঠিক কেমন হবে। অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশের উপর দিয়ে এই ট্রেনটি যাবে। বিশাখাপত্তনম (Visakhapatnam),ভিজিয়োনাগরম ( Vizianagram),শ্রীকাকুলাম ( Srikakulam) এবং পলসা ( Palsa)। এই চারটি স্টেশনের উপর দিয়ে ওই বিশেষ ট্রেনটি যাবে। এই স্টেশনগুলো থেকে ট্রেনে ওঠা-নামার সুযোগ থাকবে।
ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এই ট্যুর প্যাকেজে উত্তর ভারত দর্শনের সঙ্গে মাতা বৈষ্ণদেবীও ( Uttar Bharat Darshan With Mata Vaishno Devi) দর্শন করার সুযোগ পাওয়া যাবে। এটি আগ্রা, তাজমহল, আগ্রা ফোর্ট, মথুরা কৃষ্ণ জন্মভূমি, কাটরা, মাতা বৈষ্ণদেবী, অমৃতসর, গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার এবং হরিদ্বার এই সমস্ত জায়গার উপর দিয়ে যাবে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-র তরফে জানান হয়েছে, দুই রকম আসনের বন্দোবস্ত থাকবে। স্লিপার ক্লাস বা এসি থ্রি টায়ারে টিকিট কেটে এই ট্রেনে ভ্রমনের সুযোগ পাবে যাত্রীরা। স্লিপারের ক্ষেত্রে খরচ হবে ৮ হাজার ৫০০ টাকা আর এসির ক্ষেত্রে খরচ হবে ১০ হাজার ৪০০ টাকা।