সংক্ষিপ্ত

  • রেশন কার্ডের তালিকা থেকে কি বাদ পড়েছে আপনার নাম
  •  রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ 
  • যাদের নাম বাদ পড়েছে তারা ফের নিজেদের নাম রেজিস্টার করাতে পারবেন
  • গোটা বিশ্ব জুড়ে কেন্দ্র সরকার এক দেশ এক রেশন কার্ড  সুবিধা চালু করে দিয়েছে

রেশন কার্ড এর গুরুত্ব সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে এই লকডাউনে। এবার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, মোবাইল নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু লকডাউনের মধ্যে মূল্যবান রেশন কার্ড  অনেকেই সমস্যায় পড়েছেন। রেশন কার্ডের তালিকা থেকে কি বাদ পড়েছে আপনার নাম। এই নিয়ে আর চিন্তা করতে হবে না ৷ কারণ রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ 

 

 

রেশন কার্ড নিয়ে মোদি সরকারের পক্ষ থেকে সবাইকে নয়া সুযোগ দেওয়া হচ্ছে ৷ রাজ্য সরকারের তরফে রেশন কার্ড তৈরির প্রক্রিয়ায় ইতিমধ্যেই অনেকের নাম বাদ গিয়েছে ৷  এই নিয়ে অনেকেই চিন্তিত। তবে যাদের নাম লিস্ট থেকে বাদ পড়েছে তারা ফের একবার নিজেদের নাম রেজিস্টার করাতে পারবেন ৷ বেশ কিছু কারণেই রেশন কার্ড থেকে নাম বাতিল হয়েছে অনেকেরই ৷ 

 


কী কী কারণে রেশন কার্ড থেকে নাম বাদ পড়তে পারে, জেনে রাখুন। প্রথমত, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক  না করানো থাকলে বা আপনার পরিবারের প্রধান ব্যক্তির মৃত্যু হলে আপনার নাম রেশন কার্ড থেকে কাটা যেতে পারে ৷ এরকম পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ফের একবার রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে৷ ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে কেন্দ্র সরকার এক দেশ এক রেশন কার্ড  সুবিধা চালু করে দিয়েছে ৷ এখনও পর্যন্ত দেশের  মোট ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে যুক্ত রয়েছে ৷ নয়া এই সুবিধায় উপভোক্তারা অন্য রাজ্যে গিয়েও রেশন তুলতে পারবেন ৷ এর জন্য নতুন করে  কার্ড তৈরির কোনও প্রয়োজন নেই ৷ আপনার নাম যদি রেশন কার্ড থেকে বাদ পরে তাহলে যেখানে নিজের নাম যুক্ত করতে চান সেখানে নিজের ছবি ও আধার কার্ড নিয়ে  সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে ৷ তারপরই আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নামও যুক্ত করতে পারবেন ৷